Assembly Elections 2022: পাঁচ রাজ্যে ভোট, মিটিং-মিছিলে নিষেধাজ্ঞা ১১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়াল নির্বাচন কমিশন
কমিশনের তরফে জানানো হয়েছে, দেশের সব রাজ্যের মুখ্যসচিবরা জানিয়েছেন তাদের রাজ্যে করোনা সংক্রমণের হার কমছে
নিজস্ব প্রতিবেদন: আগামী মাসেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে করোনা পরিস্থিতির কথা বিচার করে সব ধরনের নির্বাচনী রোজ শো, পদযাত্রা, সাইকেল-বাইক মিছিল-সহ অন্যান্য জমায়েত নিষিদ্ধ করার মেয়াদ ১১ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করল কেন্দ্রীয় নির্বাচন কমিশন(Election Commission)। তবে কিছু কিছু ক্ষেত্রে দেওয়া হয়েছে ছাড়।
নির্বাচন কমিশনের নির্দেশিকা
## এক হাজার লোক নিয়ে রাজনৈতিক প্রচার করা যাবে। আগে ৫০০ জনকে নিয়ে মিটিং করা যেত।
## দরজায় দরজায় গিয়ে প্রচারের ক্ষেত্রে এখন থেকে ২০ জনকে নিয়ে যাওয়া যাবে। আগে এই সীমা ছিল ১০ জন।
## ইন্ডোর মিটিংয়ের ক্ষেত্রে থাকা যাবে ৫০০ জন। কিংবা হলের মোট আসনের পঞ্চাশ শতাংশ মানুষ।
আরও পড়ুন-Tax-এ কতটা ছাড়! শিক্ষা-স্বাস্থ্যে কী মিলবে? সীতারমনের কাছে এবার কী প্রত্যাশা দেশবাসীর
নির্বাচনী প্রচারে বিধিনিষেধে কোনও বদল করা যায় কিনা তা নিয়ে আলোচনা করতে সম্প্রতি ৫ রাজ্যে কমিশনের আধিকারিক ও স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা।
কমিশনের তরফে জানানো হয়েছে, দেশের সব রাজ্যের মুখ্যসচিবরা জানিয়েছেন তাদের রাজ্যে করোনা সংক্রমণের হার কমছে। কমের দিকে হাসপাতালে যাওয়ার মতো কেস। সেসব কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।