ট্রেক করে চড়াই-উতরাই পার, গন্তব্য সত্তরের বৃদ্ধা, ভিডিয়ো দেখে থ নেটপাড়া
গন্থব্যস্থলে পৌঁছানোর পর তার অসীম ক্ষমতা ও মনে ইচ্ছা দেখে হাততালি দিয়ে বাহবা জানায় প্রত্যক্ষদর্শীরা।
নিজস্ব প্রতিবেদন: একটা বয়সের পর অ্যাডভেঞ্চরের সখ কমে যায়। তার মূল কারণ থাকে হাঁটু ব্যাথা থেকে শুরু করে যাবতীয় শরীর খারাপ। অ্যাডভেঞ্চার তো দূরের কথা, সামান্য দূর্গম পথে ঘুরতে যাওয়ার কথা উঠলেই বয়স্কদের বলতে শোনা, শরীরে দেবে না। অগত্যা, পরিকল্পনা এগোনোর আগেই বাতিল হয়ে যায়।
কিন্তু সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একজন সত্তর ছুঁই ছুঁই বৃ্দ্ধা পাহাড়ের চড়াই উতরাই পার করে পাহাড়ের উপরে শিব মন্দিরে উঠছেন। যা দেখে রীতিমত থ নেটপাড়া।
জানা যাচ্ছে, ট্রেক করে গোটা রাস্তা এসেছেন তিনি। গন্থব্যস্থলে পৌঁছানোর পর তার অসীম ক্ষমতা ও মনে ইচ্ছা দেখে হাততালি দিয়ে বাহবা জানায় প্রত্যক্ষদর্শীরা।
জানা গিয়েছে মহারাষ্ট্রের হরিহর ফোর্টের ঘটনা এটি।
At the age of 70 yrs, with her sheer determination she made it. Salutes to that willpower. #Inspired pic.twitter.com/fKkk8e7nw8
— Sudha Ramen IFS (@SudhaRamenIFS) October 10, 2020