তৈরি হয়েছে ৩০০ Twitter Handle, কৃষকদের Tractor Rally-তে বিশৃঙ্খলা সৃষ্টির ছক পাকিস্তানের

পাক টুইটার হ্যান্ডেলগুলির পরিকল্পনা সম্পর্কে দীপেন্দ্র পাঠক আরও বলেন, ' আশঙ্কা করা হচ্ছে ট্রাক্টর মিছিলের দিন যে কোনও ধরনের সমস্যা তৈরি করা হতে পারে। এতে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। ' 

Updated By: Jan 24, 2021, 09:52 PM IST
তৈরি হয়েছে ৩০০ Twitter Handle, কৃষকদের Tractor Rally-তে বিশৃঙ্খলা সৃষ্টির ছক পাকিস্তানের

নিজস্ব প্রতিবেদন: নয়া ৩ কৃষি আইন নিয়ে কেন্দ্রের সঙ্গে কৃষকদের আলোচনায় কোনও সমাধানসূত্র বেরিয়ে আসেনি। ফলে পরিকল্পনা মতোই ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে ট্রাক্টর মিছিল করবেন কৃষকরা। এনিয়ে প্রয়োজনীয় অনুমতি দিয়েছে দিল্লি পুলিস। কোন রুটে যাবে সেই মিছিল তাও ঘোষণা করেছে পুলিস। সেইসঙ্গে চমকে দেওয়ার মতো আরও একটি তথ্য দিয়েছে দিল্লি পুলিস।

আরও পড়ুন-জেলা সভাপতি সহ ১৪ জনকে শো-কজ, বর্ধমানে গোষ্ঠীদ্বন্দ্বে কড়া পদক্ষেপ বিজেপির

দিল্লি পুলিসের(Delhi Police) দাবি, পাকিস্তানের মাটিতে বসে কমপক্ষে ৩০০ টুইটার হ্যান্ডেল তৈরি করা হয়েছে। ওইসব টুইটার হ্যান্ডেল থেকে ট্রাক্টর মিছিলে(Tractor Rally) বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করা হয়েছে। দিল্লি পুলিসের স্পেশাল কমিশনার দীপেন্দ্র পাঠক জানিয়েছেন, 'গত ১৩-১৮ জানুয়ারির মধ্যে পাকিস্তান থেকে ৩০০টি টুইটা হ্যান্ডেল তৈরি করা হয়েছে। উদ্দেশ্য হল ওই মিছিলে বিশৃঙ্খলা সৃষ্টি করা। পুলিসের পক্ষে আইন শৃঙ্খলা বজায় রাখা খুবই চ্যালেঞ্জিং কাজ। তবে সাধারণতন্ত্র দিবসের(Republic Day) প্যারেডের পর কড়া নিরাপত্তায় ট্রাক্টর মিছিল হবে।'

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর 'পরীক্ষা'য় ফার্স্টবয় যোগী, থার্ড দিদি 

পাক টুইটার হ্যান্ডেলগুলির পরিকল্পনা সম্পর্কে দীপেন্দ্র পাঠক আরও বলেন, ' আশঙ্কা করা হচ্ছে ট্রাক্টর মিছিলের দিন যে কোনও ধরনের সমস্যা তৈরি করা হতে পারে। এতে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। ' 

উল্লেখ্য, সাধারণতন্ত্র দিবসে মিছিল করার জন্য দিল্লির বিভিন্ন সীমান্তে অপেক্ষা করছে ৬০ হাজার ট্রাক্টর। সিঙ্ঘু, টিকরি, গাজিপুর থেকে ওই মিছিল হবে। এছাড়াও দেশের একশোরও বেশি জেলায় মিছিল করা হবে। 

.