Narendra Modi: ১৪ অগাস্ট 'Partition Horrors Remembrance Day', ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর টুইটকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। 

Updated By: Aug 14, 2021, 01:15 PM IST
Narendra Modi: ১৪ অগাস্ট 'Partition Horrors Remembrance Day', ঘোষণা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন: ৭৫তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ ভাগের স্মৃতি উস্কে  ১৪ অগাস্ট দিনটি Partition Horrors Remembrance Day হিসেবে পালনের ঘোষণা করলেন তিনি। দেশভাগের সময় যাঁদের প্রাণ গিয়েছে, তাঁদের স্মরণ করলেন প্রধানমন্ত্রী।

১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের আগে টুইটে নরেন্দ্র মোদী লেখেন, "দেশভাগের কষ্ঠ ভোলা যাবে না। ঘৃণা ও হিংসায় প্রাণ হারিয়েছেন, ঘরছাড়া হয়েছেন আমাদের লক্ষ লক্ষ ভাই-বোন। তাঁদের স্মরণে ১৪ অগাস্ট দিনটি বিভাজন বিভীষিকা দিবস (Partition Horrors Remembrance Day) হিসেবে পালন করা হবে।" এরপর তিনি আরও লেখেন, "Partition Horrors Remembrance Day আমাদের মনে করায় সামাজিক বৈষম্য ও বিভাজন"।

আরও পড়ুন: BAN on plastic: সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা, বড় ঘোষণা কেন্দ্রের

আরও পড়ুন: Assam beef sale ban: মন্দিরের আশেপাশে গোমাংস বিক্রি নিষিদ্ধ, কড়া সিদ্ধান্ত অসম সরকারের

প্রধানমন্ত্রীর টুইটকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। দেশভাগের জন্য বিজেপিকে তোপ দেগেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। পাল্টা তোপ দেগেছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। বিভাজনের রাজনীতি করছে সিপিএম। আক্রমণ বিজেপির।

.