হায়দরাবাদের হাসপাতালে আগুন, ইনকিউবেটরের মধ্যেই বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল শিশুর
এক শিশুর বাবার অভিযোগ, ‘আমার শিশু বেশ কয়েকদিন এই হাসপাতালে রয়েছে। তার মধ্যেই তিনবার আগুন লাগল।’
নিজস্ব প্রতিবেদন: হায়দরাবাদের হাসপাতালে বিদ্যুত্পৃষ্ট হয়ে মৃত্যু হল ইনকিউবেটরে থাকা এক শিশুর।
সোমবার আগুন লেগে যায় হায়দরাবাদের এলবি নগরের শাইন চিল্ড্রেন হাসপাতালে। অন্যান্য শিশুদের সরিয়ে ফেলা গেলেও আগুনের ফলে হতভাগ্য ওই শিশুটির ইনকিউবেটরে শর্ট সার্কিট হয়ে যায়। এমনটাই প্রাথমিক ভাবে মনে করছে পুলিস।
আরও পড়ুন-তিনদিন পর দুবরাজপুর থেকে উদ্ধার নানুরের নিখোঁজ সিপিএম নেতার টুকরো টুকরো দেহ
এদিকে, এক শিশুর বাবার অভিযোগ, ‘আমার শিশু বেশ কয়েকদিন এই হাসপাতালে রয়েছে। তার মধ্যেই তিনবার আগুন লাগল।’ অন্য এক শিশুর বাবা সংবাদমাধ্যমে বলেন, আজ যখন আগুন লাগে তখন মনেই হয়নি গুরুতর কিছু ঘটেছে। কারণ হাসাপাতাল কর্তৃপক্ষ তেমন কিছুই বলেনি। অগ্নি নির্বাপণের তেমন কোনও ব্যবস্থাই নেই এখানে।
আরও পড়ুন-গাড়ির হর্ন বাজানো নিয়ে বচসায় চড়, প্রৌঢ়ের মৃত্যুর ৪ দিন পর থানায় এসে আত্মসমর্পণ অভিযুক্তের
সূত্রের খবর, অগ্নিনির্বাপণ সংক্রান্ত লাইসেন্স অনেক আগেই শেষ হয়ে গিয়েছে ওই হাসপাতালের। এখনও তা রিনিউ করা হয়নি। পুরসভার সঙ্গে যোগসাজসে রমরমিয়ে হাসপাতাল চালাচ্ছে কর্তৃপক্ষ।
অন্যদিকে, হাসপাতালের মালিক সুনীল কুমারের বিরুদ্ধে মামলা করেছে পুলিস। তালা দিয়ে দেওয়া হয়েছে ভবনটিতে।