বেঙ্গালুরু বিস্ফোরণ ঘটনায় তামিলনাড়ু থেকে ধৃত তিন

বেঙ্গালুরুতে বিজেপির দফতরের সামনে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত তিনজনকে তামিলনাড়ু থেকে গ্রেফতার করা হল। পুলিস সূত্রে খবর, মূল অভিযুক্তের খোঁজ এখনও চলছে। ধৃত তিনজনকে আজ তামিলনাড়ুর আদালতে পেশ করা হবে। পরে তাদের বেঙ্গালুরুতে নিয়ে আসা হবে বলে জানা গেছে।

Updated By: Apr 23, 2013, 09:10 AM IST

বেঙ্গালুরুতে বিজেপির দফতরের সামনে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত তিনজনকে তামিলনাড়ু থেকে গ্রেফতার করা হল। পুলিস সূত্রে খবর, মূল অভিযুক্তের খোঁজ এখনও চলছে। ধৃত তিনজনকে আজ তামিলনাড়ুর আদালতে পেশ করা হবে। পরে তাদের বেঙ্গালুরুতে নিয়ে আসা হবে বলে জানা গেছে।
সূত্রে খবর, পীর মহদীন ও বশীর নামের দু`জনকে সোমবার গভীর রাতে চেন্নাই থেকে পুলিস গ্রেফতার করে। ওপর অভিযুক্ত কিচেন বুহারি মাদুরাই থেকে মঙ্গলবার সকালে গ্রেফতার হয়।
বেঙ্গালুরু পুলিস তামিলনাড়ুর পুলিসের সহযোগিতায় এই অপরেশনটি চালিয়েছে বলে খবর।
চলতি মাসের ১৭ তারিখ বেঙ্গালুরুতে বিজেপি অফিসের ১০০ মিটারের মধ্যে শক্তিশালী বোমা বিস্ফোরণ হয়। এই ঘটনায় ১৬ জন আহত হন। আহত ১৬ জনের মধ্যে ১১জনই ছিলেন পুলিস কর্মী।
গত সপ্তাহে কর্ণাটক সরকারের পক্ষ থেকে বিস্ফোরণ সংক্রান্ত যে কোনও তথ্য দিলে ৫ লক্ষ টাকা পুরষ্কার ঘোষণা করা হয়েছিল।

.