আজ সংসদের দ্বিতীয় দফার বাজেট অধিবেশনে সম্ভবত পেশ জমি বিল
দ্বিতীয় দফায় আজ থেকে ফের বসছে সংসদের বাজেট অধিবেশন। আজই পেশ হতে পারে জমি বিল। সংসদে জমি বিল পাস করাতে মরিয়া কেন্দ্র। এদিকে জমি বিলের বিরোধিতায় সরব হয়েছে প্রায় সব কটি রাজনৈতিক দল।
ব্যুরো: দ্বিতীয় দফায় আজ থেকে ফের বসছে সংসদের বাজেট অধিবেশন। আজই পেশ হতে পারে জমি বিল। সংসদে জমি বিল পাস করাতে মরিয়া কেন্দ্র। এদিকে জমি বিলের বিরোধিতায় সরব হয়েছে প্রায় সব কটি রাজনৈতিক দল।
এই বিল কৃষকদের স্বার্থ বিরোধী বলে মন্তব্য করেছে কংগ্রেস। জমি বিলের বিরোধিতায় তৃণমূল কংগ্রেসও। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠকে করেন। বৈঠকে প্রধানমন্ত্রীর দাবি, গরীবদের স্বার্থ বজায় রেখেই তাঁর সরকার সব কাজ করেছে।রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, জমি বিল ইস্যুতে বাজেটে অধিবেশনের দ্বিতীয় দফার প্রথম দিনেই উত্তাল হবে সংসদ।