বন্যায় বিপন্ন! ভাইরাল এই ছবিতে ফুটে উঠল রয়্যাল বেঙ্গল টাইগারের যন্ত্রণা
অসমের ৩৩টির মধ্যে ২৯টি জেলাই জলমগ্ন।
নিজস্ব প্রতিবেদন: ক্রমশ অবনতি হচ্ছে অসমের বন্যা পরিস্থিতির। জলের তলায় চলে গিয়েছে কাজিরাঙা, মান জাতীয় উদ্যান ও পবিতোড়ো বন্যপ্রাণ সংরক্ষণ কেন্দ্র। নিরাপদ আশ্রয়ের খোঁজ করছে বাঘ, হাতি, হরিণ থেকে গন্ডাররা। একাধিক গন্ডারের মৃত্যুর খবর মিলেছে।
তবে বনের অবলা প্রাণীরা কতটা ক্ষতিগ্রস্ত, সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হওয়া একটি বাঘের ছবি। আড়াল থেকে তোলা ওই ছবিতে দেখা যাচ্ছে, বন্যার জল থেকে বাঁচতে কাজিরাঙায় একটি ঘরের বিছানায় বিশ্রাম নিচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার।
Our vet @samshulwildvet is on a mission to tranquilise this #tiger to get him out of bed! Anyone else see the irony? #AssamFlood #Kaziranga this thread is all abput good work done @vivek4wild@action4ifaw @VishalDadlani @deespeak @_AdilHussain @DevrajSanyal + pic.twitter.com/gCrwZtqzcc
— Wildlife Trust India (@wti_org_india) July 18, 2019
বাগোরি রেঞ্জের হারমোতির কাছে একটি ঘর ও দোকানে ঢুকে পড়েছিল বাঘটি। জায়গাটি ৩৭ নম্বর জাতীয় সড়কের কাছাকাছি। জানা গিয়েছে, সকাল ৭টা নাগাদ স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলামের বাড়িতে প্রবেশ করে বাঘটি। জাতীয় উদ্যানের ৯৫ শতাংশ এলাকাই জলমগ্ন হওয়ায় সেটি পালিয়ে এসেছিল লোকালয়ে। বাগোরি রেঞ্জের বন আধিকারিক পঙ্কজ বোরা জানিয়েছেন, বাঘটির বিশ্রামে ব্যাঘাত ঘটানো হয়নি। সেটিকে নজরে রাখা হয়েছে।
অসমের ৩৩টির মধ্যে ২৯টি জেলাই জলমগ্ন। এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র নদী।
আরও পড়ুন- কংগ্রেসের হইচইয়ে কর্ণাটকে স্থগিত আস্থাভোট, শুক্রবারে ফয়সলার নির্দেশ রাজ্যপালের