বিভাজন করে শাসন করা কংগ্রেসের পুরনো ছক, পাল্টা বিজেপির
মহারাষ্ট্রের হিংসা নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল কংগ্রেস।
নিজস্ব প্রতিবেদন: দলিত-মরাঠা সংঘর্ষে আরএসএস-কে কাঠগড়ায় তুলল কংগ্রেস। মঙ্গলবারই বিজেপি ও আরএসএস-কে দায়ী করেছিলেন রাহুল গান্ধী। সভাপতির সুরেই লোকসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়গে এই ঘটনায় বিঁধলেন গেরুয়া শিবিরকে।
খাড়গে বলেন, ''কে এই ঘটনায় মদত দিচ্ছে? সমাজে বিভাজন সৃষ্টি করছে কারা? এর পিছনে রয়েছে আরএসএস-এর হাত।''প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলে 'মৌনিবাবা' বলে খোঁচা দিয়েছেন কংগ্রেসের লোকসভার নেতা মল্লিকার্জুন খাড়গে। তাঁর কথায়, "প্রধানমন্ত্রী বিবৃতি দিন। তিনি চুপ থাকতে পারেন না। এই ধরনের ঘটনায় মৌনিবাবা সেজে যান প্রধানমন্ত্রী।"
Samaaj mein division karne ke liye, kattar Hindutvavaadi, jo wahan RSS ke log hain...iske peecha unka haath hai. Unhone ye kaam karwaya hai: Mallikarjun Kharge in Lok Sabha #BhimaKoregaonViolence
— ANI (@ANI) January 3, 2018
খাড়গের বক্তব্যের পর তীব্র চিত্কার শুরু করেন বিজেপি সাংসদরা। সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার বলেন, ''বিভাজনের রাজনীতিতে কংগ্রেস অত্যন্ত দক্ষ। কংগ্রেস দেশে বিভাজন ছড়াচ্ছে। কিন্তু সবাইকে নিয়ে উন্নয়ন করতে চাইছেন নরেন্দ্র মোদী। আগুন নেভানোর বদলে আরও উস্কানি দিচ্ছেন রাহুল, খাড়গে ও কংগ্রেস। এটা দেশের মানুষ মেনে নেবে না।''
Congress divide and rule ki policy use kar rahe hain. Aur Sabka saath sabka vikaas karke Narendra Modi ji desh ko saath le rahe hain: Ananth Kumar, Union Parliamentary Affairs Minister
— ANI (@ANI) January 3, 2018