পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ভূপেন হাজারিকার শেষকৃত্য

বিউগেলের ধ্বনী আর ব্ল্যাঙ্ক ফায়ারা। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল ডক্টর ভূপেন হাজারিকার অন্ত্যেষ্টিক্রিয়া। আজ গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের শিশু উদ্যানে শেষকৃত্য সম্পন্ন করেন তাঁর পুত্র তেজ হাজারিকা।

Updated By: Nov 9, 2011, 12:04 PM IST

বিউগেলের ধ্বনী আর ব্ল্যাঙ্ক ফায়ারা। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল ডক্টর ভূপেন হাজারিকার অন্ত্যেষ্টিক্রিয়া। বুধবার গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের শিশু উদ্যানে শেষকৃত্য সম্পন্ন করেন তাঁর পুত্র তেজ হাজারিকা। প্রখ্যাত এই শিল্পীর প্রতি শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী তরুণ গগৈ, কেন্দ্রীয় নেতা, শিল্পীর আত্মীয় পরিজন সহ অগণিত মানুষ। হাজির ছিলেন অসম সরকারের মন্ত্রীরা। হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পবন সিং গাতোয়ার এবং লোকসভার বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ। গত শনিবার মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে মৃত্যু হয় প্রবাদ প্রতিম এই শিল্পীর। গতকাল অন্ত্যেষ্টির কথা থাকলেও মহান এই শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে জনসমাগমের কারণে তা পিছিয়ে দেওয়া হয় বুধবার সকাল সাতটায়। গতকাল ছুটি ঘোষণা করে অসম সরকার। অন্ত্যেষ্টি পিছিয়ে দেওয়ার পর, আজও বেলা বারোটা পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

.