ভারতে এসে মোদীর প্রশংসায় পঞ্চমুখ ক্লিন্টন
ভারতে এসে নরেন্দ্র মোদীর আর্থিক নীতির প্রশংসা করলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাতকারে ক্লিন্টন বলেছেন, নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় থেকেই তিনি তাঁর কাজ লক্ষ্য করছেন।
![ভারতে এসে মোদীর প্রশংসায় পঞ্চমুখ ক্লিন্টন ভারতে এসে মোদীর প্রশংসায় পঞ্চমুখ ক্লিন্টন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/07/16/26820-cil500.jpg)
দিল্লি: ভারতে এসে নরেন্দ্র মোদীর আর্থিক নীতির প্রশংসা করলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাতকারে ক্লিন্টন বলেছেন, নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় থেকেই তিনি তাঁর কাজ লক্ষ্য করছেন।
মোদীর আর্থিক নীতির প্রশংসা করে ক্লিন্টনের মন্তব্য, ২০০২ সালের গুজরাট দাঙ্গা এবং ভিসা বিতর্ক এখন অতীত। নিজের শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে আমন্ত্রণ জানিয়ে মোদী আদতে এদেশের মুসলিমদের বার্তা দিয়েছেন বলে মনে করেন ক্লিন্টন। সেই বার্তা হল তিনি সবার প্রশাসক।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর প্রথম বৈঠকের আয়োজন নিয়ে বিদেশমন্ত্রকে তত্পরতা তুঙ্গে। ঠিক এমন একটা সময়ে ভারতে এসে মোদীকে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।