আজ শপথ নিয়ে চতুর্থবার কর্নাটকের মুখ্যমন্ত্রী হলেন বিএস ইয়েদুরাপ্পা

 মঙ্গলবার আস্থা ভোটে বিজেপির হাতে বিধায়ক সংখ্যা ছিল ১০৬। এক নির্দল বিধায়কের সমর্থন রয়েছে। অন্য দিকে কংগ্রেস-জেডিএস জোটের হাতে ১০০ বিধায়ক

Updated By: Jul 26, 2019, 07:49 PM IST
আজ শপথ নিয়ে চতুর্থবার কর্নাটকের মুখ্যমন্ত্রী হলেন বিএস ইয়েদুরাপ্পা
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন বিএস ইয়েদুরাপ্পা। এ দিন শপথ নেওয়ার সময় পরিবর্তন করেন নামের বানান। Yeddyurappa র বদলে লেখেন Yediyurappa। আজ সন্ধে ৬ নাগাদ রাজভবনে রাজ্যপাল তাঁকে মুখ্যমন্ত্রী হিসাবে শপথবাক্য পাঠ করান। এ দিন ইয়েদুরাপ্পা জানান, জেতার ব্যাপারে ১০১ শতাংশ আত্মবিশ্বাসী আমরা।

তবে, মঙ্গলবার আস্থা ভোটে বিজেপির হাতে বিধায়ক সংখ্যা ছিল ১০৬। এক নির্দল বিধায়কের সমর্থন রয়েছে। অন্য দিকে কংগ্রেস-জেডিএস জোটের হাতে ১০০ বিধায়ক। ৩ জনের বিধায়ক পদ খারিজ করেছেন স্পিকার রমেশ কুমার। অর্থাত্ ২২৫ আসনের কর্নাটক বিধানসভা দাঁড়িয়ে ২২২-এ। ম্যাজিক ফিগার ১১২। সে হিসাবে দেখা গেলে বিজেপির হাতে এখন ৬ বিধায়ক কম।

আরও পড়ুন- ২৩ বছর পর বেকসুর খালাস! জেল থেকে বেরিয়ে মা-বাবার কবরে উপর ভেঙে পড়লেন আলি

উল্লেখ্য, গত বছর সরকার তৈরি করার সময় ইয়েদুরাপ্পা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হন। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে সরে আসেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হিসেবে কখনওই গোটা সময় থাকতে পারেননি ৭৬ বছরের এই প্রবীণ নেতা। বহু টানাপোড়েনের পর মঙ্গলবার কর্নাটক বিধানসভায় আস্থা ভোটে হেরে যান মুখ্যমন্ত্রী কুমারস্বামী। ফলে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। রাজ্যে কংগ্রেস-জেডিএস জোটের ১৬ সদস্য সরে যাওয়াতেই ভেঙে পড়ে কুমারস্বামী সরকার।

.