প্রতিবাদে পুলিসি পদেক্ষেপ, নিন্দায় বিজেপি

দিল্লি গণধর্ষণ ঘটনায় বিশেষ অধিবেশনের দাবি জানালেন লোকসভার বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ। এই ঘটনার প্রতিক্রিয়ায় তিনি শনিবার টুইট করেন। ধর্ষণের ঘটনায় মৃত্যুদণ্ডের সাজা হওয়া উচিত কিনা তা নিয়ে বিশেষ অধিবেশনের দাবি জানিয়েছেন বিজেপি নেত্রী তাঁর টুইটে। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলবেন বলেও জানিয়েছেন সুষমা। 

Updated By: Dec 22, 2012, 04:45 PM IST

দিল্লি গণধর্ষণ ঘটনায় বিশেষ অধিবেশনের দাবি জানালেন লোকসভার বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ। এই ঘটনার প্রতিক্রিয়ায় তিনি শনিবার টুইট করেন। ধর্ষণের ঘটনায় মৃত্যুদণ্ডের সাজা হওয়া উচিত কিনা তা নিয়ে বিশেষ অধিবেশনের দাবি জানিয়েছেন বিজেপি নেত্রী তাঁর টুইটে। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলবেন বলেও জানিয়েছেন সুষমা।  
দিল্লিতে গণধর্ষণের প্রতিবাদকারীদের ওপর  লাঠি, জলকামান ও কাঁদানে গ্যাস চালানোয় দিল্লি পুলিসের কড়া সমালোচনা করে বিক্ষোভকারীদের সঙ্গে প্রধানমন্ত্রীর কথা বলার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন বিজেপি মুখপাত্র রবি শঙ্কর প্রসাদ। তিনি বলেন, "দিল্লি ধর্ষণের রাজধানীতে পরিণত হয়েছে।" সে কারণেই দিল্লির তরুণ সমাজ এতটা উদ্বিগ্ন হয়ে উঠেছে বলে জানিয়েছেন রবি শঙ্কর।
রাইসিনা হিলসের সামনে ছাত্রদের জমায়েতের ওপর পুলিসি পদক্ষেপের প্রসঙ্গ টেনে সরকারের এ বিষয়ে আরও সচেতন হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। বিজেপি নেতা প্রসাদ বলেন, "তাঁদের ওপর লাঠিচার্জ করা হয়। সেইসঙ্গে জলকামানও প্রয়োগ করা হয়। পুলিসের এই গোটা পদক্ষেপের সমালোচনা হওয়া উচিৎ।" বিজেপি দলের তরফেও এই ঘটনার নিন্দা করা হবে বলে জানিয়েছেন তিনি।

.