রাষ্ট্রপতি শাসনের অবসান ঘটিয়ে দিল্লিতে সরকার গড়তে চলেছে বিজেপি

অবশেষে রাষ্ট্রপতি শাসনের অবসান ঘটতে চলেছে রাজধানীতে। দিল্লিতে এবার সম্ভবত সরকার গড়তে চলেছে বিজেপি। জল্পনা চলছিল কয়েকদিন ধরেই। বিধায়ক কেনাবেচার অভিযোগও তুলেছিল আম আদমি পার্টি। তা খারিজ করলেও সরকার গড়ার সম্ভাবনা  উড়িয়ে দিলেন না বিজেপি নেতৃত্ব।

Updated By: Jul 17, 2014, 10:17 AM IST
রাষ্ট্রপতি শাসনের অবসান ঘটিয়ে দিল্লিতে সরকার গড়তে চলেছে বিজেপি

DELHI: অবশেষে রাষ্ট্রপতি শাসনের অবসান ঘটতে চলেছে রাজধানীতে। দিল্লিতে এবার সম্ভবত সরকার গড়তে চলেছে বিজেপি। জল্পনা চলছিল কয়েকদিন ধরেই। বিধায়ক কেনাবেচার অভিযোগও তুলেছিল আম আদমি পার্টি। তা খারিজ করলেও সরকার গড়ার সম্ভাবনা  উড়িয়ে দিলেন না বিজেপি নেতৃত্ব।

ছমাসেই অবস্থান বদলে গেল বিজেপির। সংখ্যাগরিষ্ঠতা নেই বলে তখন তারা সরকার গড়তে চায়নি। কেজরিওয়ালের নেতৃত্ব আপ সরকারের ইস্তফার পর তাই জারি হয় রাষ্ট্রপতি শাসন। ইতিমধ্যে বিজেপির তিন বিধায়ক সংসদে নির্বাচিত হয়েছেন। ৭০ সদস্যের বিধানসভায় এখন বিজেপির সদস্যসংখ্যা ২৮। তবুও এখন সরকার গড়তে তত্পর বিজেপি। অকালি দলের এক বিধায়কের সমর্থন আছেই। নির্দল ও জেডিইউ বিধায়কদের সমর্থন আদায় করেই বাজিমাত করতে চাইছে তারা।  এমনকী  জনকপুরীর বিধায়ক জগদীশ মুখীকে মুখ্যমন্ত্রী করার পরিকল্পনাও প্রায় চূড়ান্ত। এতদিন কানাঘুষো চললেও তা খারিজই করেছেন বিজেপি নেতারা। বুধবার দিল্লিতে নবনিযুক্ত রাজ্য সভাপতি সতীশ উপাধ্যায় সরকার গড়া নিয়ে তত্পরতার ইঙ্গিত দিলেন প্রকাশ্যেই।

একসময় দিল্লিতে ফের ভোটের দাবি তুলেছিল বিজেপি। কিন্তু  মূল্যবৃদ্ধিসহ নানা ইস্যুতে ইদানীং জনপ্রিয়তা কিছুটা হলেও কমেছে কেন্দ্রের মোদি সরকারের। ভোটে সেই প্রভাব এড়াতেই সম্ভবত আর ঝুঁকি নিতে নারাজ বিজেপি নেতারা।

.