''এক সময় পৈতেধারী, আর একবার মুসলিমধারী'', রাহুলকে খোঁচা বিজেপির

উর্দু দৈনিক 'ইনকিলাব' দাবি করেছে, মুসলিম বুদ্ধিজীবীদের কাছে রাহুল গান্ধী বলেছেন, "কংগ্রেস মুসলিমদের দল"। 

Updated By: Jul 14, 2018, 12:02 AM IST
''এক সময় পৈতেধারী, আর একবার মুসলিমধারী'', রাহুলকে খোঁচা বিজেপির

নিজস্ব প্রতিবেদন: কংগ্রেসের বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ তুলে রাহুলকে গান্ধীকে নিশানা করল বিজেপি। উর্দু দৈনিকে প্রকাশিত প্রতিবেদনকে হাতিয়ার করে কংগ্রেসকে বিঁধলেন নির্মলা সীতারমন। শুক্রবার তিনি অভিযোগ করেন, ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে কংগ্রেস। 

একটি উর্দু দৈনিক 'ইনকিলাবে'র একটি প্রতিবেদন ঘিরে এদিন তুঙ্গে রাজনৈতিক লড়াই। মুসলিম বুদ্ধিজীবীদের সঙ্গে রাহুলের বৈঠক নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে বিজেপি। ওই বৈঠকেই আবার রাহুলের মুখের উপরে কংগ্রেসের 'নরম হিন্দুত্বে'র কৌশল নিয়ে প্রশ্ন তোলেন বুদ্ধিজীবীরা। উর্দু দৈনিক 'ইনকিলাব' দাবি করেছে, মুসলিম বুদ্ধিজীবীদের কাছে রাহুল গান্ধী বলেছেন, "কংগ্রেস মুসলিমদের দল"। আর এনিয়েই কংগ্রেসকে কোণঠাসা করল বিজেপি। নির্মলা সীতারমন বলেন, প্রতিবেদনটিতে যা লেখা হয়েছে, তা কি সত্যি? কংগ্রেসকে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে। নির্মলা সীতারমন আরও বলেন,''এক সময় পৈতেধারী আর একটা সময় মুসলিমধারী হতে পারেন না রাহুল গান্ধী। মানুষের ভরসা নিয়ে খেলছেন তিনি।''   

দেশভাগের প্রসঙ্গ টেনে প্রতিরক্ষামন্ত্রী বলেন,''বিপজ্জনক খেলা খেলছে কংগ্রেস। ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করতে চাইছে তারা, ঠিক ১৯৪৭ সালের মতো।'' ২০১৯ সালের আগে সাম্প্রদায়িক সংঘর্ষও বাঁধিয়ে কংগ্রেস অশান্তি ছড়াতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন সীতারমন। তাঁর কথায়,''একেবারে ১৯৪৭ খেলা খেলছে কংগ্রেস। ধর্মীয় তাস ব্যবহার করে বিভেদের রাজনীতি করছে তারা।'' 

বিজেপিকে পাল্টা দিয়েছেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা। তাঁর কথায়,''সরকার ব্যর্থ হলে গুজব ছড়ায়। ১৩২ কোটি দেশবাসীর দল কংগ্রেস। ভারতের আদর্শের সঙ্গে জড়িয়ে এই দল। কোনও ভক্ত আমাদের সেই পথ থেকে সরাতে পারবে না।'' 

'ইনকিলাবে'র প্রতিবেদন টুইট করে বিষয়টি প্রথম প্রকাশ্যে আনেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ শাহিদ সিদ্দিকি। তিনি লেখেন, ''এটা কি সত্যি না কি ভিন্নমত পোষণ করে দল? মুসলিমরা মুসলিম দল চায় না। বরং তাঁরা ধর্মনিরপেক্ষ দল চায়। যারা নাগরিকদের বৈষম্য করে না।''   

আরও পড়ুন- প্রায় ৩ লক্ষ অনুসরণকারী কমল প্রধানমন্ত্রীর টুইটারে অ্যাকাউন্টে

.