মোদীকে নজিরবিহীন আক্রমণ সোনিয়ার

নরেন্দ্র মোদীকে নজিরবিহীন আক্রমণ করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। কর্নাটকের গুলবর্গায় মোদীর নাম না করে সোনিয়া বলেন যারা বিষের চাষ করে, মানুষ তাদের কখনই ক্ষমতায় আনবে না। দুহাজার সাতে মোদীকে মৃত্যুর সওদাগর বলেছিলেন সোনিয়া গান্ধী। গত সাত বছরে এত তীক্ষ্ণ আক্রমণ করেননি কংগ্রেস সভানেত্রী।

Updated By: Feb 1, 2014, 09:15 PM IST

নরেন্দ্র মোদীকে নজিরবিহীন আক্রমণ করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। কর্নাটকের গুলবর্গায় মোদীর নাম না করে সোনিয়া বলেন যারা বিষের চাষ করে, মানুষ তাদের কখনই ক্ষমতায় আনবে না। দুহাজার সাতে মোদীকে মৃত্যুর সওদাগর বলেছিলেন সোনিয়া গান্ধী। গত সাত বছরে এত তীক্ষ্ণ আক্রমণ করেননি কংগ্রেস সভানেত্রী।

সাম্প্রতিককালে একাধিক জনসভায় কংগ্রেস সহ রাহুল গান্ধীকে বিঁধেছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। দুর্নীতি ইস্যুতেও কটাক্ষ করেছেন। মোদীর আক্রমণের জবাব দিতে শনিবার কর্নাটকের গুলবর্গাকে বেছে নিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। নরেন্দ্র মোদীকে বেনজির আক্রমণ করে সোনিয়া বলেন যারা বিষের চাষ করে, মানুষ তাদের কখনই ক্ষমতায় আনবে না।

দুর্নীতি ইস্যুতেও বিজেপিকে পাল্টা বিঁধেছেন কংগ্রেস সভানেত্রী। ২০০৭ সালে গুজরাট নির্বাচনের আগে নরেন্দ্র মোদীকে মৃত্যুর সওদাগর বলেছিলেন সোনিয়া গান্ধী। তারপর পেরিয়ে গেছে সাত সাতটা বছর। এই সাত বছরে কখনও মোদীকে এত তীক্ষ্ণ আক্রমণ করেননি সোনিয়া। বিজেপি নেতা রাজীবপ্রতাপ রুডির দাবি, এবারও এই মন্তব্যের দায় চোকাতে হবে কংগ্রেসকেই।

লোকসভা ভোট যতই এগিয়ে আসছে, ততই তীব্র হচ্ছে কংগ্রেস-বিজেপি চাপানউতোর। এবার মোদীকে সরাসরি আক্রমণ করে সেই বাগযুদ্ধ আরও কয়েক কদম এগিয়ে দিলেন কংগ্রেস সভানেত্রী।

.