‘নীল তিমি’র মরণফাঁদ, আত্মহত্যার চেষ্টা আরও এক ছাত্রের
ওয়েব ডেস্ক : ‘নীল তিমি’ আতঙ্ক যেন পিছু ছাড়ছে না। যত দিন যাচ্ছে, অভিভাবকদের ক্রমশ গ্রাস করছে ওই আতঙ্ক। এবার নীল তিমির টানে (ব্লু হোয়েল চ্যালেঞ্জ)স্কুলের ছাদ থেকে ঝাঁপ দিল ক্লাস সেভেনের এক ছাত্র। ঘটনাস্থল এবার ইন্দোর। সেখানকার চামেলি দেবী স্কুলের এক ছাত্র সকালে প্রার্থনা সেরে, আচমকাই সেখান থেকে পালিয়ে যায়। এরপর রেলিং বেয়ে ছাদে ওঠার চেষ্টা শুরু করে। আচমকা ওই ছাত্রের কীর্তি দেখতে পেয়ে,সন্দেহ হয় অন্যদের। এবং অন্য ছাত্ররাই তাকে ছাদে ওঠার আগে আটকে দেয়। অন্য ছাত্রদের তত্পরতায় এরপর শেখ মহম্মদ ফারুক নামে এক শিক্ষক তাকে টেনে রেলিং থেকে নামিয়ে নিয়ে আসেন। ফলে কোনওক্রমে প্রাণে বেঁচে যায় ওই পড়ুয়া । এ বিষয়ে ইন্দোরের ওই স্কুলের প্রিন্সিপাল সঙ্গীতা পোদ্দার বলেন, ‘সেদিন হোমওয়ার্ক করে স্কুলে আসেনি ওই ছাত্র। ’অনলাইন গেমের চক্করে পরেই বছর চোদ্দোর ছেলেটি ওই কীর্তি ঘটিয়েছে বলেও মনে করেন স্কুলের প্রিন্সিপাল। তবে বিষয়টি জানাজানি হতেই পুলিশকে খবর দেয় স্কুল কর্তৃপক্ষ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন চাকরি বদল করলে পিএফ নিয়ে আর ঝক্কি নেই, জেনে নিন খুশির খবর
পুলিশ আধিকারিক রুপেশ দ্বিবেদী বলেন, বাবার মোবাইল ফোন থেকে ওই ‘ব্লু হোয়েল চ্যালেঞ্জ’ ডাউনলোড করে ওই ছাত্র। তারপর থেকেই সে নীল তিমির খোঁজ শুরু করে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে বলেও জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক। পরিসংখ্যান বলছে, ‘ব্লু হোয়েল চ্যালেঞ্জ’ খেলতে ভারতে এই নিয়ে বিপদের সম্মুখীন হল ২ শিশু। গোটা বিশ্বে ওই সংখ্যাটা একশোরও বেশি বলে জানা যাচ্ছে। এর আগে মুম্বইয়ের অন্ধেরির মনপ্রীত নীল তিমির চ্যালেঞ্জ নিয়ে ছাদ থেকে ঝাঁপ দেয়। ছাদ থেকে ঝাঁপ দেওয়ার পর বাঁচানো যায়নি ওই স্কুল ছাত্রকে।
আরও পড়ুন হেলমেট পরেননি কেন? প্রশ্ন শুনেই ট্রাফিক পুলিশকে কষিয়ে চড় বাইক আরোহীর, দেখুন ভিডিও