দেশের জন্য আজ দুঃখের দিন, নির্মলাকে বিঁধল সঙ্ঘেরই শ্রমিক সংগঠন BMS

বিরোধীরা তো বটেই, এবার সঙ্ঘের শ্রমিক সংগঠনের সমালোচনার মুখে নির্মলা সীতারমন। শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর আর্থিক প্যাকেজের সিদ্ধান্তে চরম বিরোধিতা করল ভারতীয় মজদুর সঙ্ঘ। তাদের মতে, ৮টি ক্ষেত্রে বেসরকারিকরণ করা হয়েছে। এর ফলে ব্যাপক ছাঁটাই হওয়ার আশঙ্কা। লকডাউনে যখন বেসরকারি ক্ষেত্রগুলি ব্যর্থ তখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা। 

Updated By: May 16, 2020, 09:33 PM IST
দেশের জন্য আজ দুঃখের দিন, নির্মলাকে বিঁধল সঙ্ঘেরই শ্রমিক সংগঠন BMS

নিজস্ব প্রতিবেদন: বিরোধীরা তো বটেই, এবার সঙ্ঘের শ্রমিক সংগঠনের সমালোচনার মুখে নির্মলা সীতারমন। শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর আর্থিক প্যাকেজের সিদ্ধান্তে চরম বিরোধিতা করল ভারতীয় মজদুর সঙ্ঘ। তাদের মতে, ৮টি ক্ষেত্রে বেসরকারিকরণ করা হয়েছে। এর ফলে ব্যাপক ছাঁটাই হওয়ার আশঙ্কা। লকডাউনে যখন বেসরকারি ক্ষেত্রগুলি ব্যর্থ তখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা। 

ভারতীয় মজদুর সঙ্ঘের সাধারণ সম্পাদক ব্রিজেশ উপাধ্যায় বিবৃতি দিয়ে জানিয়েছেন, প্রথম ৩ দিনের ঘোষণায় যাঁরা হাওয়ায় ভাসছিল, দেশ ও তাঁদের জন্য আজ দুঃখের দিন। উপাধ্যায়ের কথায়,''শ্রমিক সংগঠন,প্রতিনিধি ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে সংলাপ ও আলোচনায় ইচ্ছুক নয় সরকার। এটাই বুঝিয়ে দিয়েছে, সরকারের আত্মবিশ্বাসের কতখানি অভাব! এটা নিন্দাজনক। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সংগঠন বেসরকারিকরণের বিরোধিতা করে আসছে। নীতি নির্ধারকদের কাছে সংস্কার ও প্রতিদ্বন্দ্বিতার মানে দাঁড়িয়ে গিয়েছে বেসরকারিকরণ। করোনা অতিমারির অভিজ্ঞতা বেসরকারিক্ষেত্রের পঙ্গুত্ব দেখিয়ে দিয়েছে। রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলিই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।''

এর ফলে ছাঁটাইয়ের আশঙ্কা করছেন বিএমএস। তারা জানিয়েছে,''কর্মীদের উপরে ব্যাপক প্রভাব পড়তে চলেছে। বেসরকারিকরণ মানেই তো প্রচুর মানুষের চাকরি যাবে। কর্মসংস্থানও কমবে। বাড়বে মুনাফাবাজি ও কর্মী শোষণ। কোনও আলোচনা ছাড়াই সরকারি সিদ্ধান্ত নিচ্ছে, আর ভুল পথে চালিত হচ্ছে।  গণতন্ত্রে সুস্থ আলোচনাই কাম্য।''       

আরও পড়ুন- ক্ষমা করবেন, সাইকেল চুরি করে চিঠি শ্রমিকের, পুলিসে গেলেন না মালিক    

.