মনিপুরে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিস্ফোরণ, মৃত ২
মনিপুরে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিস্ফোরণে ২ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৭ জন। বুধবার সকালে এই ঘটনাটি ঘটে। তবে নাশকতার নিশানায় মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিং ছিলেন কী না, সে বিষয়ে পুলিস নিশ্চিত করে কিছু বলতে পারছে না।
মনিপুরে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিস্ফোরণে ২ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৭ জন। বুধবার সকালে এই ঘটনাটি ঘটে। তবে নাশকতার নিশানায় মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিং ছিলেন কী না, সে বিষয়ে পুলিস নিশ্চিত করে কিছু বলতে পারছে না।
মঙ্গলবারও মনিপুরের একটি ব্যস্ত বাজার এলাকায় বিস্ফোরণ হয়। ওই ঘটনায় ৫ জন আহত হন। সেখান থেকেও মুখ্যমন্ত্রী বাসভবন বেশি দূর নয়। ফলে গোয়েন্দাদের অনুমান মুখ্যমন্ত্রীকে ভয় দেখাতেই কিংবা সরাসরি তাঁকেই নিশানা বানাতে বারবার বিস্ফোরণ হচ্ছে।
কালকের ঘটনার পর স্পেশল আর্ম ফোর্স অ্যাক্ট আরও আঁটসাঁট করা হয়েছে। নিরাপত্তা বাড়ানো হয় মুখ্যমন্ত্রী, রাজ্যপালের বাসভবনসহ রাজ্য বিধানসভাতেও, তা স্বত্বেও ২৪ ঘণ্টার মধ্যে কীভাবে আরও একটি বিস্ফোরণ হল, তা নিয়ে উঠছে প্রশ্ন।