পাক রেঞ্জার্সদের যোগ্য জবাব বিএসএফ-এর, গুলিতে নিহত ৭ রেঞ্জার

বারবার পাকিস্তানের অস্ত্র বিরতি লঙ্ঘণের বিরুদ্ধে এবার যোগ্য জবাব দিল ভারত। আজ সকাল থেকেই কাশ্মীরের কাটুয়া ও হিরানগর সেক্টরে শুরু হয় বিএসএফ ও পাক রেঞ্জার্স-এর মধ্যে ধুন্ধুমার লড়াই। দীর্ঘ কয়েক ঘণ্টার লড়াইয়ে পর বিএসএফ-এর গুলিতে মৃত্যু হয় ৭ পাক রেঞ্জার্সের। সেই সঙ্গে নিকেশ করা হয়েছে এক জঙ্গিকেও।

Updated By: Oct 21, 2016, 08:31 PM IST
পাক রেঞ্জার্সদের যোগ্য জবাব বিএসএফ-এর, গুলিতে নিহত ৭ রেঞ্জার

ওয়েব ডেস্ক : বারবার পাকিস্তানের অস্ত্র বিরতি লঙ্ঘণের বিরুদ্ধে এবার যোগ্য জবাব দিল ভারত। আজ সকাল থেকেই কাশ্মীরের কাটুয়া ও হিরানগর সেক্টরে শুরু হয় বিএসএফ ও পাক রেঞ্জার্স-এর মধ্যে ধুন্ধুমার লড়াই। দীর্ঘ কয়েক ঘণ্টার লড়াইয়ে পর বিএসএফ-এর গুলিতে মৃত্যু হয় ৭ পাক রেঞ্জার্সের। সেই সঙ্গে নিকেশ করা হয়েছে এক জঙ্গিকেও।

আরও পড়ুন- ফের কাশ্মীর সীমান্তে পাকিস্তানের অস্ত্রবিরতি লঙ্ঘন, আহত জওয়ান

১৮ই সেপ্টেম্বর কাশ্মীরের উরিতে ভারতীয় সেনাঘাঁটিতে জঙ্গি হামলার উত্তরে পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি জঙ্গিঘাঁটি। নিকেশ করা হয় অন্তত ৭০জন জঙ্গিকে।

এরপরই দফায় দফায় সীমান্তে অস্ত্রবিরতি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান। আজও একই রকমভাবে হামলা চালায় পাক রেঞ্জার্সরা। জবাব দেয় ভারত।

.