বাজেটে নির্মলার দূরদৃষ্টির প্রশংসায় মোদী, কাজে অষ্টরম্ভা, খোঁচা রাহুলের
বাজেটে একাধিক আর্থিক সংস্কার করা হয়েছে বলেও মনে করে মোদী।
নিজস্ব প্রতিবেদন: নতুন দশকের 'প্রথম বাজেটে' শুধুমাত্র ঘোষণাই নয়, রয়েছে দূরদৃষ্টিও। নির্মলা সীতারামনের প্রশংসা করলেন নরেন্দ্র মোদী। তাঁর কথায়,''এই যুগের প্রথম বাজেটে যেমন রয়েছে দূরদৃষ্টি, তেমন দিশাও। আমি নির্মলা সীতারামন ও তাঁর দলকে অভিনন্দন জানাতে চাইছি।''
যুবকদের দক্ষতা বাড়ানোর উপরে জোর দেওয়া হয়েছে বাজেটে। সে কথা উল্লেখ করে মোদী বলেন,''বিশ্বে গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে গিয়েছে ভারত। নতুন ও আধুনিক ভারতের লক্ষ্যে দক্ষতার উন্নতি দরকার।''
PM Narendra Modi: I congratulate Finance Minister Nirmala Sitharaman and her team for presenting the first Budget of the decade that has vision as well as action. #Budget pic.twitter.com/Q4dOKyoe29
— ANI (@ANI) February 1, 2020
বাজেটে একাধিক আর্থিক সংস্কার করা হয়েছে বলেও মনে করে মোদী। তাঁর মতে,''অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে নতুন সংস্কারমূলক পদক্ষেপ। কৃষকদের আয় বাড়াতেও সাহায্য করবে ২০২০ সালের বাজেট।''
PM Narendra Modi: The main areas of employment are agriculture, infrastructure, textiles and technology. In order to increase employment generation, these four have been given a lot of emphasis in this budget. #Budget2020 pic.twitter.com/sFG4cYBiye
— ANI (@ANI) February 1, 2020
মোদী আরও বলেন,''নতুন উদ্যোগকে উত্সাহ দেওয়ায় যুবকদের উজ্জীবিত করবে বাজেট। করদাতাদের অধিকার সুনিশ্চিত করবে। 'ন্যূনতম সরকার, সর্বাধিক প্রশাসন'-এর দায়বদ্ধতাও প্রতিফলিত হয়েছে। সরকারি চাকরির জন্য বিভিন্ন পরীক্ষা দেওয়ার দরকার নেই। অনলাইনে একটাই পরীক্ষা নেবে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি।''
PM Modi on #Budget2020: I believe this budget will increase income & investment, it will increase demand & consumption, it will bring new energy into the financial system & credit flow. This budget will fulfill the country's current needs & also the expectations from this decade. pic.twitter.com/qdz0pja3n2
— ANI (@ANI) February 1, 2020
ক্ষুদ্র, ছোট ও মধ্যম শিল্পক্ষেত্রের জন্য তাঁর সরকারের পদক্ষেপগুলি তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ''রফতানি বাড়াতে একাধিক ঘোষণা করা হয়েছে বাজেটে। এর পাশাপাশি প্রতিটি জেলায় রফতানি হাব তৈরির কথাও বলা হয়েছে।''
কংগ্রেস নেতা পি চিদম্বরমের কথায়,''গরিব ও মধ্যবিত্তদের জন্য কিছুই নেই বাজেটে। অর্থনীতির চাকাও ঘুরবে না। দেশে চাহিদার অভাব ও বিনিয়োগ আসছে না। অর্থনীতির এই দুটি চ্যালেঞ্জের মোকাবিলায় কোনও পদক্ষেপই করলেন না অর্থমন্ত্রী।'' রাহুল গান্ধী বলেন, ''বেকারত্ব মূল সমস্যা। যুবকদের কর্মসংস্থানের জন্য কোনও ভাবনাই তো দেখলাম না। সেই চর্বিতচর্বণ। বড় বড় কথা বলে কিন্তু কাজের বেলায় অষ্টরম্ভা।''
আরও পড়ুন- Budget 2020: ব্যাঙ্কের ঝাপ পড়লেও ৫ লক্ষ টাকা ফেরত নিশ্চিত করল মোদী সরকার