হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান বহুতল, উদ্ধার ১ জনের দেহ
Updated By: Dec 9, 2016, 08:11 AM IST
![হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান বহুতল, উদ্ধার ১ জনের দেহ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান বহুতল, উদ্ধার ১ জনের দেহ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/12/09/72466-buliding-collapse.jpg)
ওয়েব ডেস্ক: হায়দরাবাদে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান বহুতল। এখনও পর্যন্ত ১ জনের দেহ উদ্ধার হয়েছে। আরও পড়ুন- ফের অটো দৌরাত্ম্য, অন্তঃস্বত্ত্বাকে ধাক্কা, তদন্তে পুলিস
১ শিশু সহ ২ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও বেশ কয়েকজন ধ্বংসস্তূপে আটকে রয়েছেন বলে আশঙ্কা দমকলের। নানাকারমগুড়ার তথ্য প্রযুক্তি এলাকায় ভেঙে পড়ে ৭ তলা বাড়িটি। খবর পেয়ে দমকল, পুরকর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই পৌছে যায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। দুর্ঘটনার সময় বাড়িতে অন্তত ১০ থেকে ১২ জন নির্মাণকর্মী ছিলেন বলে আশঙ্কা। আরও পড়ুন- অবৈধ বালি খাদানে পুলিসের অভিযান, বাজেয়াপ্ত বালিবোঝাই লরি সহ JCB মেশিন