কেরল থেকে বাংলা ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা; বালাসোরে দুর্ঘটনাগ্রস্থ শ্রমিকদের বাস, আহত বহু
আহতদের আপাতত বালাসোর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে
নিজস্ব প্রতিবেদন: ট্রেনের তোয়াক্কা না করেই বাস বা অন্যান্য যানবাহনে ভিন রাজ্য থেকে বাংলায় ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। অনেকেই পথ দুর্ঘটনা-সহ বিভিন্ন সমস্যায় পড়ছেন। এবার সেরকমই একটি ঘটনা ঘটল ওড়িশায়।
আরও পড়ুন-ঘরে ফেরা হল না, পথেই রহস্যজনকভাবে মৃত্যু হাওড়ার পরিযায়ী শ্রমিকের
Odisha: Seven persons have been injured after the bus they were travelling in overturned in Balasore, earlier today. The injured have been shifted to hospital. The bus was enroute to West Bengal from Kerala. pic.twitter.com/jBcMLAxc0V
— ANI (@ANI) May 30, 2020
কেরল থেকে ৩৮ জন যাত্রী নিয়ে পশ্চিমবঙ্গে আসছিল একটি বাস। বহুদিন সেখানে আটকে থাকার পর নিজেরাই বাসটি ভাড়া করেছিলেন ওইসব শ্রমিকরা। কিন্তু ওড়িশার বালাসোরে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।
১৬ নম্বর জাতীয় সড়ক ধরে আসার সময় বাসটি কোনও ভাবে রাস্তা থেকে ছিটকে পাশে উল্টে যায়। বালাসোর পুলিস জানিয়েছে, ৭ জন যাত্রী মারাক্মক জখম হয়েছেন ওই দুর্ঘটনায়। দুরন্ত গতির জন্য ওই দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা পুলিসের।
আরও পড়ুন-৮ জুনে খুলবে অফিস, যাবেন কীভাবে? মুখ্যমন্ত্রীর নির্দেশে আদৌ কি চলবে বেসরকারি বাস?
ঘটনায় খবর পেয়েই দুর্ঘটনাস্থলে ছুটে যায় দমকল ও পুলিস। তবে তার আগেই এলাকার মানুষজন এসে আহত যাত্রীদের উদ্ধার করেন। আহতদের আপাতত বালাসোর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিসের দাবি, আহতদের অবস্থা স্থিতিশীল। বাকিদের একটি জায়গা রাখা হয়েছে। অন্য একটি বাসের ব্যবস্থা করে ওইসব শ্রমিকদের ঘরে ফেরানোর ব্যবস্থা হচ্ছে।