যাত্রীদের 'খাওয়ার অযোগ্য' খাবার দেয় ভারতীয় রেল, রিপোর্ট CAG-এর
ওয়েব ডেস্ক : রেলের খাবার নিয়ে মারাত্মক রিপোর্ট CAG-এর। রিপোর্টে সাফ বলা হয়েছে, যাত্রীদের জন্য ভারতীয় রেল 'খাওয়ার অযোগ্য' খাবার দেয়।
স্টেশন বা ট্রেন, কোথাও-ই ক্যাটারিংগুলিতে খাবারের পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে বিন্দুমাত্র নজর দেওয়া হয় না। আঢাকা খাবারের উপর মশা-মাছি ঘুরে বেড়ায়। ধুলো, নোংরা পড়ে। সেই খাবারই যাত্রীদের দেওয়া হয়। এমনকী ট্রেনের মধ্যে ইঁদুর, আরশোলাও ঘুরে বেড়ায়। এককথায় 'খাওয়ার অযোগ্য' খাবার।
৭৪টি স্টেশনে ও ৮০টি ট্রেনে এই পরিদর্শন চালানো হয়। সেখানেই উঠে আসে রেলের খাবার নিয়ে চূড়ান্ত অব্যবস্থার ছবিটা। এমনকী রিপোর্টে এটাও বলা হয়েছে, কলের অপরিশ্রুত জল দিয়েই সরাসরি চা-কফির মত পানীয় তৈরি করা হয়। ডাস্টবিনের ঢাকনা নেই। সেগুলো নিয়মিত পরিষ্কারও করা হয় না।
আরও পড়ুন, জানুয়ারি থেকে ডিসেম্বরই হবে অর্থবর্ষ; ভাবনা কেন্দ্রের