হু হু করে বাড়ছে করোনা রোগী, ভরসা পিচবোর্ডের বিছানা?
দিল্লি সরকার একটি আধ্যাত্মিক কেন্দ্রে ১০ হাজার পিচবোর্ডের বেড বসিয়েছে।
নিজস্ব প্রতিবেদন: রোজ রেকর্ড করোনা আক্রান্ত রোগীর হদিশ মিলছে সারা দেশ জুড়ে। স্বভাবতই প্রত্যেক হাসপাতালে অধিক করোনা রোগী। তাই অভিনব উপায়ে রোগীদের জন্য পিচবোর্ডের বেড তৈরি করেছেন ভিওয়াড়ীর বিক্রম ধাওয়ান ও তাঁর ভাই।
ইতিমধ্যেই দিল্লি সরকার একটি আধ্যাত্মিক কেন্দ্রে ১০ হাজার পিচবোর্ডের বেড বসিয়েছে। মুম্বইয়ের হাসপাতালও কোভিড রোগীদের জন্য পিচবোর্ডের বেডের পদ্ধতি গ্রহণ করতে চলেছে।
আরও পড়ুন: একদিনে ১৮ হাজার আক্রান্ত, দেশে কোভিডের কবলে মোট ৫ লাখ
আমেরিকার একটি জার্নালে মার্চে প্রকাশ হয়েছিল যে পিচবোর্ডে করোনাভাইরাস মাত্র ২৪ ঘন্টা বেঁচে থাকতে পারে। কিন্তু লোহা কিংবা কাঠের বিছানায় করোনাভাইরাস ৪ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। ধাওয়ানের কথা অনুযায়ী, এই বেডগুলি জলের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়না এবং এগুলি ৩০০ কিলোগ্রাম পর্যন্ত ওজন নিতে পারে।
এমনকি এই বিছানা গুলিকে সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া যায়। একজন সহজেই মিনিটের মধ্যেই বিছানাটি তৈরি করে নিতে পারেন। বিক্রম ধাওয়ান জানিয়েছেন লকডাউনেই বাড়িতে বসে তিনি ও তাঁর ভাই এই ডিজাইন তৈরি করেছেন।