রোজভ্যালিকাণ্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেরায় মিলল চাঞ্চল্যকর তথ্য

ছড়াচ্ছে জাল। জুড়ছে নতুন সূত্র। রোজভ্যালিকাণ্ডে বেরিয়ে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেরায় মিলল নতুন আরও খবর। সিবিআই সূত্রে জানা গিয়েছে, গৌতম কুন্ডুকে তিনি নিয়ে যান তৃণমূলের এক প্রথম সারির নেতার কাছে। বেসরকারি মেডিক্যাল কলেজ খোলার আর্জি জানান গৌতম। ওই নেতা উঃ ২৪ পরগনার শাসকদলের এক বিধায়কের কাছে পাঠান তাঁকে। ওই বিধায়ক মেডিক্যাল কলেজ তৈরিতে সব সাহায্যের আশ্বাসও দেন গৌতম কুণ্ডুকে। এজন্য চুক্তির ক্ষেত্রে ওই বিধায়ক সামনে রাখেন তাঁর ঘনিষ্ঠ আরেক ব্যক্তিকে।

Updated By: Jan 7, 2017, 02:13 PM IST
রোজভ্যালিকাণ্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেরায় মিলল চাঞ্চল্যকর তথ্য

ওয়েব ডেস্ক: ছড়াচ্ছে জাল। জুড়ছে নতুন সূত্র। রোজভ্যালিকাণ্ডে বেরিয়ে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেরায় মিলল নতুন আরও খবর। সিবিআই সূত্রে জানা গিয়েছে, গৌতম কুন্ডুকে তিনি নিয়ে যান তৃণমূলের এক প্রথম সারির নেতার কাছে। বেসরকারি মেডিক্যাল কলেজ খোলার আর্জি জানান গৌতম। ওই নেতা উঃ ২৪ পরগনার শাসকদলের এক বিধায়কের কাছে পাঠান তাঁকে। ওই বিধায়ক মেডিক্যাল কলেজ তৈরিতে সব সাহায্যের আশ্বাসও দেন গৌতম কুণ্ডুকে। এজন্য চুক্তির ক্ষেত্রে ওই বিধায়ক সামনে রাখেন তাঁর ঘনিষ্ঠ আরেক ব্যক্তিকে।

আরও পড়ুন কিডনিতে পাথর হওয়ার কারণগুলো জেনে নিন

সিবিআই সূত্রে খবর, ওই ঘনিষ্ঠজনের সঙ্গে গৌতম কুন্ডুর দশ কোটি টাকার চুক্তি হয়। মেডিক্যাল কলেজের জমি সংক্রান্ত বিষয় নিয়েই ওই চুক্তি হয়েছিল। এই নিয়ে কয়েকবার রোজভ্যালির অফিসে বিধায়কের সঙ্গে কথাবার্তাও হয়। জমি নিয়ে টালবাহানায় অবশ্য বেশ ক্ষুব্ধ ছিলেন রোজভ্যালি কর্তা। এই মেডিক্যাল কলেজ শেষপর্যন্ত আলোর মুখও দেখেনি।

জানেন নারকেল তেল ব্যবহার করলে কী কী সাইড এফেক্ট হয়?

.