আজ CBSE দ্বাদশ শ্রেণীর ফলপ্রকাশ, ফল জানা যাবে অ্যান্ড্রয়েড অ্যাপেও
আজ সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেসনের (CBSE) দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশ। দুপুর ১২টায় ঘোষণা করা হবে ফল। এরপর থেকেই ছাত্রছাত্রীরা নিজেদের ফল দেখে নিতে পারবেন বিভিন্ন ওয়েবসাইটে।
ওয়েব ডেস্ক: আজ সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেসনের (CBSE) দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশ। দুপুর ১২টায় ঘোষণা করা হবে ফল। এরপর থেকেই ছাত্রছাত্রীরা নিজেদের ফল দেখে নিতে পারবেন বিভিন্ন ওয়েবসাইটে।
যে ওয়েব সাইট গুলিতে ফল জানা যাবে সেগুলি হল-
১. www.results.nic.in
২. www.cbseresults.nic.in
৩. www.cbse.nic.in.
CBSE এবার রেজাল্ট জানাবে ডিজিটাল পদ্ধতিতেও। www.digilocker.gov.in এই ওয়েবসাইটে Digilocker থেকে পাওয়া যাবে ডিজিটাল রেজাল্ট। Digilocker অ্যাকাউন্টের যাবতীয় তথ্য ছাত্র-ছাত্রীরা পেয়ে যাবে SMS এর মাধ্যমে। বোর্ডের কাছে ছাত্র-ছাত্রীর যে নম্বর রেজিস্টার করা আছে সেই নম্বরেই চলে যাবে Digilocker অ্যাকাউন্টের তথ্য। তবে শুধু ওয়েব সাইয়েই নয়, ফল জানা যাবে স্মার্টফোনের অ্যাপ থেকেও। Digiresults এই অয়ান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে স্মার্টফোন থেকেও সহজেই জানা যাবে পরীক্ষার ফল।
এবছর CBSE দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হয়েছিল ১ মার্চ। চলেছিল ২২ এপ্রিল পর্যন্ত। পরীক্ষা দিয়েছিল ১০ লক্ষ ৬৭ হজার ৯০০ ছাত্র-ছাত্রী।