ভারতে বাড়ছে চিতাবাঘের সংখ্যা, এই মুহূর্তে দেশে এই শ্বাপদের সংখ্যা প্রায় ১৪ হাজার

সুখবর। ভারতে বাড়ছে চিতা বাঘের সংখ্যা। সম্প্রতী প্রকাশিত গণনা রিপোর্ট অনুযায়ী এ দেশে চিতাবাঘের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। 

Updated By: Sep 7, 2015, 02:09 PM IST
 ভারতে বাড়ছে চিতাবাঘের সংখ্যা, এই মুহূর্তে দেশে এই শ্বাপদের সংখ্যা প্রায় ১৪ হাজার

ব্যুরো: সুখবর। ভারতে বাড়ছে চিতা বাঘের সংখ্যা। সম্প্রতী প্রকাশিত গণনা রিপোর্ট অনুযায়ী এ দেশে চিতাবাঘের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। 

যে ভাবে ভারতে বাঘ সুমারি হয় চিতাবাঘ সুমারির ক্ষেত্রেও সেই একই পদ্ধতি ব্যবহার করা হয়েছে। ক্যামেরা-ট্র্যাপিং পদ্ধতির মাধ্যমে চিতাবাঘদের অস্তিত্ব গণনা করা হয়েছে। গত সপ্তাহেই প্রকাশিত হয়েছে চিতাবাঘ সুমারির রিপোর্ট। দেরাদুনে ওয়ার্ল্ড লাইফ ইন্সটিটিউট অফ ইন্ডিয়ার বার্ষিক রিসার্চ সেমিনারে এই সুমারির কাজে নিযুক্ত জীববিজ্ঞানী যাদবেন্দ্র ভি ঝালা জানিয়েছেন ভারতে এই মুহূর্তে চিতাবাঘের সংখ্যা ১২ হাজার থেকে ১৪ হাজার। 

ঝালা জানিয়েছেন ভারতের বিভিন্ন প্রান্তেই চিতাবাঘ ছড়িয়ে রয়েছে চিতাবাঘরা। যার ফলে তাদের মধ্যে জিন আদানপ্রদানও খুব স্বাভাবিক ঘটনা। যার ফলে তারা জেনেটিকালিও অনেক সুস্থ।  ভারতীয় বাঘেদের মত তাদের পপুলেশন আইসোলেটেড নয়। ভারতের প্রত্যেক প্রান্তেই চিতাবাঘের অস্তিত্ব রয়েছে। ফলে এই মুহূর্তে চিতাবাঘদের জন্য জঙ্গলের নির্দিষ্ট কোনও অঞ্চল সুরক্ষিত করার প্রয়োজন নেই। 

 

.