সোশ্যাল মিডিয়া হাবের পরিকল্পনা বাতিল করল কেন্দ্র

১৩ জুলাই শীর্ষ আদালত এই মামলাটির শুনানির দিনই কেন্দ্রকে তাদের উদ্দেশ্য খোলসা করার নির্দেশ দেয়। সরকারের থেকে সুনির্দিষ্টভাবে জানতে চাওয়া হয়, তারা কি দেশবাসীর হোয়াটসঅ্যাপ মেসেজ ইত্যাদিতেও উঁকি দিতে চাইছে কি না।

Updated By: Aug 3, 2018, 05:51 PM IST
সোশ্যাল মিডিয়া হাবের পরিকল্পনা বাতিল করল কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন: প্রস্তাবিত সোশ্যাল মিডিয়া হাব নির্মাণ থেকে সরে এল কেন্দ্রীয় সরকার। শুক্রবার সুপ্রিম কোর্টে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে সরকার। এ দিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপাল বলেন, সোশ্যাল মিডিয়া হাব সংক্রান্ত যে বিজ্ঞপ্তি জারি করেছিল সরকার, তাও প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। প্রধান বিচারপতি-সহ বিচারপতি খানউইলকর ও বিচারপতি চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে অ্যাটর্নি জেনারেল বলেন, সোশ্যাল মিডিয়া সংক্রান্ত নীতি পুরায় বিবেচনা করবে কেন্দ্র। আরও পড়ুন- অসমের নাগরিকপঞ্জির প্রশংসা করে কাশ্মীরি পণ্ডিতদের 'ঘর ওয়াপসি'র দাবি শিবসেনার

প্রসঙ্গত, কেন্দ্রের প্রস্তাবিত 'সোশ্যাল মিডিয়া হাব'-এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন তৃণমূল বিধায়ক মহুয়া মৈত্র। মহুয়ার দাবি, এই ধরনের হাব তৈরির নামে কেন্দ্রীয় সরকার আদতে দেশের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের উপর নজরদারি চালাতে চায়। ১৩ জুলাই শীর্ষ আদালত এই মামলাটির শুনানির দিনই কেন্দ্রকে তাদের উদ্দেশ্য খোলসা করার নির্দেশ দেয়। সরকারের থেকে সুনির্দিষ্টভাবে জানতে চাওয়া হয়, তারা কি দেশবাসীর হোয়াটসঅ্যাপ মেসেজ ইত্যাদিতেও উঁকি দিতে চাইছে কি না। আরও পড়ুন- অবশেষে সুপ্রিম কোর্টের বিচারপতি হচ্ছেন কেএম জোসেফ, সবুজ সংকেত ‘অসহায়’ কেন্দ্রের

উল্লেখ্য, আধার কি গোপনীয়তার অধিকার লঙ্ঘন করছে, এ সংক্রান্ত একাধিক মামলা একত্রিত করে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে বিচার চলছে। এমন পরিস্থিতিতে কেন্দ্রের এই সোশ্যাল মিডিয়া হাব-এর প্রস্তাব রীতিমতো তাত্পর্যপূর্ণ হয়ে উঠেছিল বলে মনে করছিলেন আইনজ্ঞরা। ফলে, সে দিক থেকে কেন্দ্রের এমন সিদ্ধান্ত বদল এবং বিজ্ঞপ্তি প্রত্যাহারকে 'বিবেচক' পদক্ষেপ হিসাবেই দেখছে ওয়াকিবহাল মহল। আরও পড়ুন- কারও প্রতি বৈষম্য হবে না, তবু বিভেদ তৈরির চেষ্টা হচ্ছ, NRC নিয়ে রাজ্যসভায় বললেন রাজনাথ

.