Covaxin বানাবে অন্যান্য সংস্থাও, ফর্মুলা জানাবে Bharat Biotech : কেন্দ্র
ভ্যাকসিনের উৎপাদন বাড়াতে সরকার সবরকম সহযোগিতা করা হবে বলে আশ্বাস
নিজস্ব প্রতিবেদন: দেশে কোভিড ভ্যাকসিনের সঙ্কটের মধ্যেই ভ্যাকসিনের উৎপাদন বাড়াতে যাতে অন্যান্য সংস্থাও ভ্যাকসিন তৈরি করতে পারে সে ব্যাপারে কেন্দ্র ও কোভ্যাক্সিন (Covaxin) নির্মাতা ভারত বায়োটেক (Bharat Biotech) এবার উদ্যোগী হল। কোভ্যক্সিনের উৎপাদন প্রণালী বা কৌশল এবার অন্যান্য সংস্থাকেও জানানো হবে, বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রের তরফে নীতি আয়োগের (স্বাস্থ্য) (Niti Ayog) সদস্য ভি কে পাল এনমনটাই জানিয়েছেন। তিনি বলেন,'সকলে বলছেন দেশের অন্যান্য কোম্পানিকেও কোভ্যাক্সিন বানানোর বরাত দিতে। আমি খুশি এটা ঘোষণা করতে পেরে যে ভারত বায়োটেক ইতিমধ্যেই এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে।'
যদিও কেবল ত্রিস্তরীয় বায়ো নিরাপত্তা ল্যাবেই কোভ্যাক্সিন বানানো সম্ভব বলে নির্দিষ্ট করে দিয়েছেন ভি কে পাল। তিনি বলেন,'দেশের সব ল্যাবে এই পরিকাঠামো নেই। যাদের রয়েছে তাঁরা যেন এ ব্যাপারে উৎফসাহ দেখিয়ে এগিয়ে আসেন সেই অনুরোধ করা হচ্ছে এবং একইসঙ্গে সরকারের তরফেও এগোনো হচ্ছে। ভ্যাকসিনের উৎপাদন বাড়াতে সরকার সবরকম সহযোগিতা করবে।'
সরকার ও ভারত বায়োটেকের এই সিদ্ধান্তের ফলে অনেকটাই সঙ্কট মিটবে বলে আশার আলো দেখছেন সকলে। ইতিমধ্যেই এই প্রস্তাবের ফলে ইন্ডিয়ান ইমুউনোলজিক্যালস লিমিটেড চলতি বছরের সেপ্টেম্বর থেকে কোভ্যাক্সিন উৎপাদন শুরু করতে পারবে বলে জানিয়েছে। হাফকাইন ইন্সটিটিউট এবং BIBCOL, এই দুই সংস্থা নভেম্বর মাস থেকে উৎপাদন শুরু করতে পারবে বলে জানানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) তরফে।
আরও পড়ুন: 'আত্মবিশ্বাস ছিল জিতবই', একটি ফুসফুস নিয়েই করোনাযুদ্ধে জয়ী Nurse
আরও পড়ুন: Vaccination সম্পূর্ণ হলে মাস্ক নয় আমেরিকায়, Biden এর টুইটে নেতিবাচক প্রভাবের আশঙ্কা