জনবহুল স্থানে রাসায়নিক হামলার ছক কষেছে জঙ্গিরা, রাজ্যগুলিকে সতর্কবার্তা কেন্দ্রের
ওয়েব ডেস্ক: দেশের যে কোনও রাজ্যের জনবহুল স্থানগুলিতে রাসায়নিক হামলা চালাতে পারে জঙ্গিরা। এমনই আশঙ্কা করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জারি করা একটি সতর্কবার্তায় দেশের রেল স্টেশন, বিমানবন্দর, বাস টার্মিনাস, মেট্রো স্টেশন সহ অন্যান্য জনবহুল স্থানগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বলা হয়েছে। ওইসব স্থানে রাসায়নিক অস্ত্র সহ ছোটখাটো অস্ত্র নিয়ে হামলা চালাতে পারে জঙ্গিরা। এমনই ওই সতর্কবার্তায় জানানো হয়েছে কেন্দ্রের তরফে।
সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী গত ১ সেপ্টেম্বর কেন্দ্র রাজ্য সরকারগুলিকে সতর্ক করে চিঠি পাঠিয়েছে। বলা হয়েছে জঙ্গিরা দেশের একাধিক জায়গায় হামলার পরিকল্পনা করেছে। এক্ষেত্রে জনবহুল স্থানগুলিকেই টার্গেট করা হতে পারে। ফলে ওইসব জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।
আরও পড়ুন-দুর্নীতির অভিযোগে প্রাক্তন পরিবেশমন্ত্রী জয়ন্তী নটরাজনের বিরুদ্ধে FIR করল সিবিআই