সুখবর, PF-এর সব টাকা এবার আপনি তুলতে পারবেন ৫৮ বছরের আগেই
সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর। বাড়ি তৈরি, চিকিত্সা বা উচ্চশিক্ষা; দরকারে এবার তুলে নেওয়া যাবে PF-এর সব টাকা। আর সেই টাকা তুলে নেওয়া যাবে ৫৮ বছর বয়স হওয়ার আগেই। PF-এর টাকা তোলার নিয়মের ক্ষেত্রে বেশ বড়সড় একটা পরিবর্তন আনল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)।
ওয়েব ডেস্ক : সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর। বাড়ি তৈরি, চিকিত্সা বা উচ্চশিক্ষা; দরকারে এবার তুলে নেওয়া যাবে PF-এর সব টাকা। আর সেই টাকা তুলে নেওয়া যাবে ৫৮ বছর বয়স হওয়ার আগেই। PF-এর টাকা তোলার নিয়মের ক্ষেত্রে বেশ বড়সড় একটা পরিবর্তন আনল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)।
বাজেটের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ঘোষণা করেছিলেন PF-এর টাকা তোলার নিয়ম আরও আটসাঁট করা হচ্ছে। স্থির হয়, ৫৪ বছর বয়স হলেই নয়, PF-এর টাকা তোলার জন্য অপেক্ষা করতে হবে ৫৭ বছর বয়স অবধি। কিন্তু, এবার সেই নিয়মেই বদল আনতে চলছে EPFO। ইতিমধ্যেই অবশ্য শ্রম মন্ত্রক বাড়ি তৈরি, চিকিত্সা, উচ্চশিক্ষা ও সন্তানের বিয়ের জন্য আগেই PF-এর পুরো টাকা তুলে নেওয়ার অনুমতি দিয়েছে তাদের কর্মীদের। অগাস্ট থেকে লাঘু হবে এই নতুন নিয়ম।