চেক, ড্রাফ্‌ট-এর সময়সীমা কমালো রিজার্ভ ব্যাঙ্ক

আর ৬ মাসের সময়সীমা নয়, আগামী ১ এপ্রিল থেকে যে কোনও চেক, ব্যাঙ্ক ড্রাফ্‌ট এবং পে অর্ডার-এর বৈধতা থাকবে মাত্র ৩ মাস। শনিবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)-এর তরফে এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।

Updated By: Mar 24, 2012, 03:23 PM IST

আর ৬ মাসের সময়সীমা নয়, আগামী ১ এপ্রিল থেকে যে কোনও চেক, ব্যাঙ্ক ড্রাফ্‌ট এবং পে অর্ডার-এর বৈধতা থাকবে মাত্র ৩ মাস। শনিবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)-এর তরফে এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। ওই নির্দেশিকায় দেশের সমস্ত সরকারি-বেসরকারি ব্যাঙ্কগুলিকে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, আগামী ১ এপ্রিল থেকে ব্যাঙ্কগুলি এমন কোনও চেক, ড্রাফ্ট বা পে অর্ডার ভাঙানোর অনুমতি ব্যাঙ্কগুলি দিতে পারবে না, যায় মেয়াদ, ইস্যু করার দিন থেকে শুরু করে ৩ মাস পেরিয়ে গিয়েছে।
রিজার্ভ ব্যাঙ্কের যুক্তি, ছ’মাসের দীর্ঘ সময়সীমার সুযোগ নিয়ে কিছু আসাধু ব্যক্তি চেক, ড্রাফ্‌ট বা পে অর্ডার অপব্যবহার করছে। কিছু অভিযোগের ভিত্তিতে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করে এ বিষয়ে নিসংশয় হয়েছে শীর্ষ ব্যাঙ্ক। আর তাই জালিয়াতি রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

.