পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে রঞ্জন গগোইয়ের নাম সুপারিশ করলেন দীপক মিশ্র

অভিজ্ঞতার নিরিখে সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন বিচারপতি রঞ্জন গগোই। ২০১২ সালে ২৩ এপ্রিল সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন বিচারপতি গগোই

Updated By: Sep 4, 2018, 02:28 PM IST
পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে রঞ্জন গগোইয়ের নাম সুপারিশ করলেন দীপক মিশ্র
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রের কাছে সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুপারিশ করলেন প্রধান বিচারপতি দীপক মিশ্র। আগামী ৩ অক্টোবর  শেষ হচ্ছে তাঁর কার্যকাল। অভিজ্ঞতার নিরিখে এগিয়ে থাকায় বিচারপতি রঞ্জন গগোইয়ের নাম মঙ্গলবার কেন্দ্রীয় আইনমন্ত্রকের কাছে সুপারিশ করেন প্রধান বিচারপতি মিশ্র। কেন্দ্রের সম্মতি মিললেই সম্ভবত ৩ অক্টোবর প্রধান বিচারপতি পদে শপথ গ্রহণ করতে পারেন বিচারপতি গগোই।

আরও পড়ুন- 

সূত্রের খবর, ৩ অক্টোবরের আগেই অবসর নেবেন প্রধান বিচারপতি দীপক মিশ্র। কারণ, গান্ধী জয়ন্তী উপলক্ষে ২ অক্টোবর জাতীয় ছুটি থাকায় তিনি ১ অক্টোবর অবসর নিতে পারেন বলে জানা গিয়েছে। গত বছর ২৮ অগাস্ট সুপ্রিম কোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন বিচারপতি দীপক মিশ্র। 

ওড়িশা হাইকোর্টে ওকালতি দিয়ে শুরু। পরে ওড়িশা হাইকোর্টে ১৯৯৬ সালে অতিরিক্ত বিচারপতি হিসাবে নিযুক্ত হন তিনি। ১৯৯৭ সালে স্থায়ী বিচারপতি হিসাবে মধ্যপ্রদেশ হাইকোর্ট এবং ২০০৯ সালে পটনা হাইকোর্টের প্রধান বিচারপতি হন দীপক মিশ্র। ২০১০ সালে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি থাকাকালীনই পরের বছর সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে যোগদান করেন।

আরও পড়ুন- ইলাহাবাদে প্রকাশ্যে পিটিয়ে খুন প্রাক্তন পুলিসকর্মীকে, ভাইরাল হল ফুটেজ

অভিজ্ঞতার নিরিখে সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন বিচারপতি রঞ্জন গগোই। ২০১২ সালে ২৩ এপ্রিল সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন বিচারপতি গগোই। এর আগে পঞ্জাব ও হরিয়ানার হাইকোর্টে প্রধান বিচারপতি ছিলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী কেশব চন্দ্র গগোইয়ের পুত্র। বিচারপতি রঞ্জন গগোই উত্তর-পূর্ব ভারতের প্রথম ব্যক্তি, যিনি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি পদে বসতে চলেছেন।

আরও পড়ুন- বিজেপি নেতাকে দেখে বিমানে মোদী বিরোধী স্লোগান, অবতরণের পরই গ্রেফতার গবেষক

বিচারপতি রঞ্জন গগোইকে মিতভাষী কিন্তু কড়া বিচারপতি হিসাবেই চেনেন সবাই। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে অন্যান্য বিচারপতিদের নিয়ে সাংবাদিক বৈঠক করতে দেখা গিয়েছে বিচারপতি রঞ্জন গগোই। অসমের নাগরিকপঞ্জির মামলার যে ডিভিশন বেঞ্চে রয়েছে তার বরিষ্ঠতম বিচারপতি তিনিই। ২০১৬ সালে কেরলের এক ধর্ষণ মামলার শীর্ষ আদালতের রায়ে অবসরপ্রাপ্ত বিচারপতি মার্কণ্ডেয় কাটজু সমালোচনা করায়, তাঁকে এজলাসে এসে কারণ দর্শানোর নির্দেশ দেন বিচারপতি গগোই। এছাড়া লোকপাল-লোকায়ুক্ত, সরকারি বিজ্ঞাপনে রাজনীতিকদের ছবির মতো গুরুত্বপূর্ণ মামলায়  অন্যতম বিচারপতি ছিলেন রঞ্জন গগোই।  

.