PVR Lands In Trouble: সিনেমা দেখতে গেছি, অ্যাড নয়! বিরক্ত দর্শককে ১ লাখ ক্ষতিপূরণ দিল PVR...

PVR in trouble: বড় বিপাকে পিভিআর! সিনেমা শুরুর আগে দীর্ঘ সময় ধরে চলছে বিজ্ঞাপন। যার জেরে মোটা টাকা ক্ষতিপূরণ গুনতে হল।

Updated By: Feb 19, 2025, 09:28 PM IST
PVR Lands In Trouble: সিনেমা দেখতে গেছি, অ্যাড নয়! বিরক্ত দর্শককে ১ লাখ ক্ষতিপূরণ দিল PVR...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সিনেমা শুরুর সময় এক, কিন্তু চালু হচ্ছে অন্য সময়ে। তাহলে এতক্ষণ ধরে হলে হচ্ছেটা কী? সিনেমা শুরুর আগে চলছে অ্যাড বা বিজ্ঞাপন। যা দেখতে দেখতে রীতিমত বিরক্ত হয়ে পড়ছে দর্শকরা। বিরক্ত হওয়ার জেরে বেঙ্গালুরুর এক যুবক সোজা গিয়ে এমআর, পিভিআর সিনেমা, আইনক্স এবং বুকমাইশো-র বিরুদ্ধে মামলা করে বসে। ৩০ বছর বয়সী অভিষেক মামলাটি করেন।

অভিষেক অভিযোগ জানান, ২০২৩ সালে ২৬ ডিসেম্বর ভিকি কৌশলের 'স্যাম বাহাদুরের' জন্য বিকেল ৪.০৫টা শো বুক করেন। সময়সূচি অনুযায়ী, সিনেমাটি ৬.৩০ টার মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু শো-ই শুরু হয়েছিল ৪.২৮-এ। এতক্ষণ ধরে হলে চালানো হয়েছিল বিজ্ঞাপন। যার জেরে অভিষেক নিজের কাজে পৌঁছাতে দেরি করে। এই বিজ্ঞাপন তার সময় নষ্ট করেছে। এই ঘটনার জন্য তিনি মানসিক যন্ত্রণা পেয়েছেন এবং এটা একটা 'অন্যায্য বাণিজ্যিক পদ্ধতি' হিসেবে গণ্য হওয়া উচিত, এমনই অভিযোগ তোলেন অভিষেক। পরে অভিষেক এই নিয়ে মামলা দায়ের করেন।

অন্যদিকে, পিভিআর অভিষেকের এই অভিযোগ প্রত্যাখ্যান করে। পিভিআর-আইনক্স জানায় যে তাদের আইনত পাবলিক সার্ভিস ঘোষণা (পিএসএ) স্ক্রিন করা বাধ্যতামূলক। এছাড়াও এই বিজ্ঞাপন সিনেমা শুরুর আগে বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে দেরি করে আসা দর্শকদের সুবিধা দেওয়া হয়।

আরও পড়ুন:Madhyamik 2025: অভাবী-মেধাবীর লড়াই শেষ! জীবন বিজ্ঞান পরীক্ষার দিনই চোখ বুজল অভিজিত্‍...

যদিও, আদালত এই মামলায় অভিষেকের পক্ষেই রায় দিয়েছে। নির্ধারিত শো-এর সময়ের বাইরে বিজ্ঞাপন দেখানোর জন্য পিভিআর সিনেমাস, ওরিয়ন মল এবং পিভিআর আইনক্স লিমিটেডকে জরিমানা করেছে। কমিশন পিভিআরকে ১ লক্ষ টাকা জরিমানা দিতে বলেছে এবং অনুমোদিত সময়ের বাইরে বিজ্ঞাপন দেখানো 'অন্যায়' এবং 'অন্যায্য বাণিজ্য অনুশীলন' বলে জানিয়েছে। এমনকী পিভিআরকে শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে ভোক্তা কল্যাণ তহবিলে অর্থ জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন:Husband Suicide: 'তুমি কি আমার জন্য জীবন দিতে পারবে?', স্ত্রীকে ভিডিয়ো কল করতে করতেই গলায় দড়ি স্বামীর...

আরও জানা গিয়েছে, সেই সঙ্গে শাস্তি ও ক্ষতিপূরণ বাবদ ১ লক্ষ ২৮ হাজার টাকা জরিমানা করে। আদালতের আদেশ অনুযায়ী, অভিষেককে মানসিক যন্ত্রণার জন্য ২০ হাজার টাকা ও আইনি ব্যয়ের জন্য ৮ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

কমিশন আরও উল্লেখ করেছে যে, অনেক দর্শক একই ধরণের সমস্যার সম্মুখীন হতে পারেন এবং পিভিআর সিনেমাস এবং পিভিআর আইনক্স লিমিটেডকে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নির্দেশ মেনে চলার নির্দেশ দিয়েছে।  কমিশন আরও পর্যবেক্ষণ করেছে যে অন্যের সময় এবং অর্থ থেকে লাভ করার অধিকার কারও নেই। ৩০ মিনিটের বেশি বসে বিজ্ঞাপন দেখা যাবে না। সরকারের নির্ধারিত প্রচারণামূলক বিজ্ঞাপনের সর্বোচ্চ সময়সীমা মাত্র ১০ মিনিট। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.