রাষ্ট্রসঙ্ঘের নজরদারিতে নাগরিকত্ব সংশোধনীতে গণভোটের দাবি মমতার

গণভোটে হেরে গেলে নরেন্দ্র মোদীকে পদত্যাগের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Updated By: Dec 19, 2019, 06:03 PM IST
রাষ্ট্রসঙ্ঘের নজরদারিতে নাগরিকত্ব সংশোধনীতে গণভোটের দাবি মমতার

নিজস্ব প্রতিবেদন: নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দেশে গণভোটের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রানি রাসমণি রোডে প্রতিবাদ সভায় তৃণমূল নেত্রীর 

মমতা এদিন বলেন,''সারা ভারতবর্ষে একটা গণভোট হোক হয়ে যাক। আপনি করবেন না। রাষ্ট্রসঙ্ঘ করবে। মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা থাক। তাদের নিয়ে কমিটি হোক। তৃণমূলের থাকার দরকার নেই। বিজেপির থাকার দরকার নেই। হিন্দু, মুসলিম, শিখ, খৃষ্ট্রানের দরকার নেই।''

গণভোটে হেরে গেলে নরেন্দ্র মোদীকে পদত্যাগের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ''একটা গণভোট হোক। আমরা দেখতে চাই কত লোক CAA ও NRC মানছে? বলুন হেরে গেলে ইস্তফা দেবেন?''  প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরে দীর্ঘদিন ধরে রাষ্ট্রসঙ্ঘের হস্তক্ষেপ চেয়ে আসছে পাকিস্তান। এমনকি গণভোটেরও দাবি জানিয়েছে তারা। কিন্তু ভারত সরকারের অবস্থান স্পষ্ট, কাশ্মীর নিয়ে তৃতীয় পক্ষকে মাথা গলাতে দেওয়া হবে না। 

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় লাগাতার কর্মসূচি নিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোম থেকে বুধবার- পরপর ৩দিন পদযাত্রা করেছেন তৃণমূল নেত্রী। বৃহস্পতিবার রানি রাসমনি রোডে ছাত্র-যুবদের সভায় বক্তব্য রাখলেন। আগামিকাল, শুক্রবার পার্ক সার্কাসে রয়েছে তাঁর সভা। এর পাশাপাশি দলমত নির্বিশেষে গোটা দেশকে পথে নামার আহ্বানও করেছেন মমতা। বলেন,''অনেক সময় রাস্তায় নামতে হয়। রাজনৈতিক দলের নাম ভুলে যান। ভুলে যান সম্প্রদায়ের নাম কী? সবাই নামুন। বিহারে নামুন, দিল্লিতে নামুন, উত্তরপ্রদেশে নামুন, উত্তর-পূর্বে নামুন। বসে থাকবেন না।''  

এর পাশাপাশি হিন্দুদের নাগরিকত্ব আইনে সুবিধা হবে না বলেও দাবি করেন মমতা। তাঁর কথায়,''হিন্দুদের কোনও কিছু লাগবে না বলছে। কিন্তু আইন তো সবার ক্ষেত্রে সমান। আইন বিভেদ করে না। অসমে কেন ১৩ লক্ষ হিন্দু বাদ গেল? দাঙ্গা করে দেশকে ভাগ করবেন না।''

আরও পড়ুন- গ্রামে ২টো স্টেশনে সামান্য কিছু ঘটেছে, গুলি করে মেরে দিতে বলছেন? রণংদেহি মমতা 

.