যে কেউ আর ড্রোন ব্যবহার করতে পারবেন না, আসছে নয়া নির্দেশিকা

Updated By: Nov 2, 2017, 10:41 AM IST
যে কেউ আর ড্রোন ব্যবহার করতে পারবেন না, আসছে নয়া নির্দেশিকা

নিজস্ব প্রতিবেদন:  সরকারি নিয়ন্ত্রণের আওতায় এল ড্রোন। অসামরিক ড্রোন চলাচলের জন্য নিয়মাবলীর খসড়া প্রকাশ করল কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন: রায় বরেলিতে বয়লার বিস্ফোরণে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, ক্ষতিপূরণ ঘোষণা রাজ্যের

অসামরিক ক্ষেত্রে ড্রোন ব্যবহারের উপর লাগাম নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। আইন মেনে যাতে ড্রোন ব্যবহার করা হয়, তা সুনিশ্চিত করতে কড়া শর্ত আরোপ করা হচ্ছে। ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের প্রস্তাবের ভিত্তিতে ড্রোন ব্যবহারের নিয়মাবলীর একটি খসড়া প্রকাশ করা হয়েছে।

খসড়া অনুযায়ী, প্রতিটি ড্রোনের ব্যবহারের জন্য আবশ্যিক হতে চলেছে ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর। আন্তর্জাতিক সীমান্তের ৫০ কিলোমিটারের মধ্যে 'নো ড্রোন জোন' হিসাবে ঘোষণা করা হবে বলে সূত্রের খবর। এর ফলে অসাধু উদ্দেশে ড্রোন ব্যবহারের প্রবণতা অনেকটাই কমে যাবে। তবে এক্ষেত্রে একটি বিষয় উল্লেখ্য, ২৫০ গ্রামের কম ওজনের ড্রোনের ক্ষেত্রে কোনও ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর থাকবে না। 

আরও পড়ুন: হিমাচলের ভোটযুদ্ধে বিজেপির 'দাগী' বনাম কংগ্রেসের 'কোটিপতি'

.