উত্তরপ্রদেশে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র মথুরা
উত্তরপ্রদেশে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র মথুরা। একজন পুলিস সুপার এবং দুই পুলিসকর্মী সহ সংঘর্ষে মৃত্যু হল উনিশজনের। জখম অসংখ্য। হিংসা ছড়ানোর অভিযোগে দুই শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিস। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সন্ধ্যায়। এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে স্বাধীন ভারত আন্দোলন নামে একটি সংগঠনের কর্মীদের জওহর বাগ থেকে হঠাতে যায় পুলিস। আইজি আইনশৃঙ্খলা HR শর্মা জানিয়েছেন, সেইসময় তিন শতাধিক আন্দোলনকারী পুলিসকে লক্ষ্য করে শুরু হয় ইঁট বৃষ্টি। হ্যান্ড গ্রেনেড এবং বোমাও ছোঁড়া হয় বলে দাবি করেছে পুলিস। আত্মরক্ষায় পুলিস প্রথমে কাঁদানে গ্যাস ছোঁড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় বাধ্য হয়ে গুলি চালায় পুলিসও।
![উত্তরপ্রদেশে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র মথুরা উত্তরপ্রদেশে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র মথুরা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/06/03/56806-mathura3-6-16.jpg)
ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র মথুরা। একজন পুলিস সুপার এবং দুই পুলিসকর্মী সহ সংঘর্ষে মৃত্যু হল উনিশজনের। জখম অসংখ্য। হিংসা ছড়ানোর অভিযোগে দুই শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিস। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সন্ধ্যায়। এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে স্বাধীন ভারত আন্দোলন নামে একটি সংগঠনের কর্মীদের জওহর বাগ থেকে হঠাতে যায় পুলিস। আইজি আইনশৃঙ্খলা HR শর্মা জানিয়েছেন, সেইসময় তিন শতাধিক আন্দোলনকারী পুলিসকে লক্ষ্য করে শুরু হয় ইঁট বৃষ্টি। হ্যান্ড গ্রেনেড এবং বোমাও ছোঁড়া হয় বলে দাবি করেছে পুলিস। আত্মরক্ষায় পুলিস প্রথমে কাঁদানে গ্যাস ছোঁড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় বাধ্য হয়ে গুলি চালায় পুলিসও।