Pune Shocker: শকিং! নালিশ করায় সহপাঠিনীকে 'ধর্ষণ ও খুন' করতে বন্ধুকে 'সুপারি' দশম শ্রেণির ছাত্রের...
অধ্যক্ষ ও শিক্ষক-শিক্ষিকারা মিলে স্কুলের সুনাম বজায় রাখতে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। ছাত্রীকে মানসিকভাবে হেনস্থা করেন।
![Pune Shocker: শকিং! নালিশ করায় সহপাঠিনীকে 'ধর্ষণ ও খুন' করতে বন্ধুকে 'সুপারি' দশম শ্রেণির ছাত্রের... Pune Shocker: শকিং! নালিশ করায় সহপাঠিনীকে 'ধর্ষণ ও খুন' করতে বন্ধুকে 'সুপারি' দশম শ্রেণির ছাত্রের...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/01/29/518047-pune.jpg)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তার নামে শিক্ষিকার কাছে নালিশ করেছিল সহপাঠিনী। আর সেই আক্রোশে ওই সহপাঠিনীকে 'ধর্ষণ ও খুনে'র জন্য তার বন্ধুকে 'সুপারি' দিল ওই দশম শ্রেণির ছাত্র। শকিং এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুণেতে। এই ঘটনায় দৌনদ থানায় অভিযোগ দায়ের হয়েছে।
যদিও অধ্যক্ষ ও শিক্ষক-শিক্ষিকারা মিলে স্কুলের সুনাম বজায় রাখতে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। আর সেকথা সামনে আসার পর এই ঘটনায় বিতর্ক আরও মাথাচাড়া দিয়েছে। জানা গিয়েছে, অভিযুক্ত ছাত্র তার বাবা-মায়ের সই নকল করেছিল। আর সেকথা ওই সহপাঠিনী শিক্ষিকাদের বলে দেয়। আর তাতেই ওই ছাত্র রেগে গিয়ে তার এক বন্ধুর সঙ্গে ১০০ টাকার চুক্তি করে। ওই ছাত্রীকে ধর্ষণ ও খুনের জন্য 'সুপারি' দেয়।
এই ঘটনায় স্কুলের অধ্যক্ষ ও ২ শিক্ষকের বিরুদ্ধেও এফআইআর দায়ের হয়েছে। অভিযোগ, ঘটনা চাপা দেওয়ার জন্য তাঁরা ওই ছাত্রীকে মানসিকভাবে হেনস্থা করেন। যা তার পড়াশোনার ক্ষতি করে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)