জম্মু-কাশ্মীরের নাগরোটায় চিরুনি তল্লাশি

সকাল থেকে জম্মু-কাশ্মীরের নাগরোটায় চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা। গোলন্দাজ বাহিনীর ছাউনিতে এখনও এক জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কা। মঙ্গলবার সকালে পুলিসের ছদ্মবেশে সেনা ছাউনিতে হামলা চালায় একদল সশস্ত্র জঙ্গি। দীর্ঘ সময় ধরে চলা গুলির লড়াইয়ে মৃত্যু হয় তিন জঙ্গির। সংঘর্ষে দুই অফিসার সহ শহিদ হন সাত জওয়ান।

Updated By: Nov 30, 2016, 11:29 AM IST
জম্মু-কাশ্মীরের নাগরোটায় চিরুনি তল্লাশি

ওয়েব ডেস্ক: সকাল থেকে জম্মু-কাশ্মীরের নাগরোটায় চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা। গোলন্দাজ বাহিনীর ছাউনিতে এখনও এক জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কা। মঙ্গলবার সকালে পুলিসের ছদ্মবেশে সেনা ছাউনিতে হামলা চালায় একদল সশস্ত্র জঙ্গি। দীর্ঘ সময় ধরে চলা গুলির লড়াইয়ে মৃত্যু হয় তিন জঙ্গির। সংঘর্ষে দুই অফিসার সহ শহিদ হন সাত জওয়ান।

আরও পড়ুন  জম্মু-কাশ্মীরের মাচিলে ভারতীয় সেনার মুণ্ডচ্ছেদের ঘটনার পিছনে ছিল কার মদত?

বিষয়টি সবিস্তারে প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীকে জানান সেনা প্রধান দলবীর সিং। অন্যদিকে গতকালই সাম্বা সেক্টরের রামগড়ে বিএসএফের গুলিতে মৃত্যু হয় তিন জঙ্গির। প্রসঙ্গত, গত কাল ফের জম্মু-কাশ্মীরের নাগরোটায় জঙ্গি হামলা হয়। এবার নিশানায় খোদ সেনা ছাউনি। সেনা ক্যাম্পে ঢুকে পড়েছে বেশ কয়েকজন জঙ্গি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল সংখ্যায় দুই থেকে তিনজন জঙ্গি ঢুকে পড়েছে।

আরও পড়ুন- জন ধন অ্যাকাউন্টে টাকা তোলার ক্ষেত্রে নয়া নির্দেশিকা RBI-এর

.