পরিষেবা নিয়ে ক্ষুব্ধ যাত্রীদের ওপর লাঠিচার্জের অভিযোগ রেলের বিরুদ্ধে
ফের প্রশ্নের মুখে রেলের পরিষেবা । পরিষেবা নিয়ে ক্ষুব্ধ যাত্রীদের ওপর লাঠিচার্জেরও অভিযোগ উঠল। বুধবার বেলা ১২টা নাগাদ পুদুচেরি স্টেশন থেকে ছাড়ে পুদুচেরি-হাওড়া এক্সপ্রেস। অভিযোগ, কিছুক্ষণের মধ্যেই AC-1 কামরার এসি বিকল হয়ে যায়। রেল কর্তৃপক্ষের নজরে আনলে অন্য কোচে যাত্রীদের বসার ব্যবস্থা হয়। এভাবেই বেশ কয়েক ঘণ্টা কেটে যায়। এসি সারানোর কোনও উদ্যোগ নজরে আসেনি যাত্রীদের। ট্রেন রেনিগুন্টা স্টেশনে পৌছনোর পর বিক্ষোভ শুরু করেন AC-1 কামরার ক্ষুব্ধ যাত্রীরা। অভিযোগ, সে সময়ই রেল পুলিস তাঁদের ওপর লাঠিচার্জ করে। এমনকি বিক্ষোভরত যাত্রীদের স্টেশনে রেখেই ট্রেন ছেড়ে দেওয়া হয়। অন্য যাত্রীরা অবশ্য চেন টানলে যাত্রীরা উঠতে পারেন। প্রায় ১২ ঘণ্টা পর ঠিক হয় AC-1 কামরার এসি । শুক্রবার ভোর রাতে ট্রেনটি হাওড়ায় পৌছেছে।
ওয়েব ডেস্ক: ফের প্রশ্নের মুখে রেলের পরিষেবা । পরিষেবা নিয়ে ক্ষুব্ধ যাত্রীদের ওপর লাঠিচার্জেরও অভিযোগ উঠল। বুধবার বেলা ১২টা নাগাদ পুদুচেরি স্টেশন থেকে ছাড়ে পুদুচেরি-হাওড়া এক্সপ্রেস। অভিযোগ, কিছুক্ষণের মধ্যেই AC-1 কামরার এসি বিকল হয়ে যায়। রেল কর্তৃপক্ষের নজরে আনলে অন্য কোচে যাত্রীদের বসার ব্যবস্থা হয়। এভাবেই বেশ কয়েক ঘণ্টা কেটে যায়। এসি সারানোর কোনও উদ্যোগ নজরে আসেনি যাত্রীদের। ট্রেন রেনিগুন্টা স্টেশনে পৌছনোর পর বিক্ষোভ শুরু করেন AC-1 কামরার ক্ষুব্ধ যাত্রীরা। অভিযোগ, সে সময়ই রেল পুলিস তাঁদের ওপর লাঠিচার্জ করে। এমনকি বিক্ষোভরত যাত্রীদের স্টেশনে রেখেই ট্রেন ছেড়ে দেওয়া হয়। অন্য যাত্রীরা অবশ্য চেন টানলে যাত্রীরা উঠতে পারেন। প্রায় ১২ ঘণ্টা পর ঠিক হয় AC-1 কামরার এসি । শুক্রবার ভোর রাতে ট্রেনটি হাওড়ায় পৌছেছে।