ভালবাসা দিয়ে দেখভাল করুক স্মৃতি, পরামর্শ হাত-ছাড়া অমেঠির সাংসদ রাহুলের

অমেঠিতে ঐতিহাসিক হার হয়েছে কংগ্রেসের। ওই কেন্দ্র থেকে তিন বারের সাংসদ রাহুল কার্যত ধরাশায়ী হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছে

Updated By: May 23, 2019, 06:27 PM IST
ভালবাসা দিয়ে দেখভাল করুক স্মৃতি, পরামর্শ হাত-ছাড়া অমেঠির সাংসদ রাহুলের
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: হাতে গোনা দশটা মিনিট। ঝড়ের মতো এলেন। বড়জোর ৪-৫টি প্রশ্নের উত্তর দিলেন। ঝড়ের মতো চলেও গেলেন। কংগ্রেসের ভরাডুবির পর এভাবেই সংক্ষেপে সাংবাদিক বৈঠক সারলেন রাহুল গান্ধী। রাফাল, চৌকিদার চোর এ সব নিয়ে কোনও সওয়ালে যাননি। পরাজয় মাথা পেতে স্বীকার করে রাহুল বলেন, “কোনটা ভুল হয়েছে, আজ এ নিয়ে আলোচনার দিন নয়। জনতা নরেন্দ্র মোদীকে স্বতঃস্ফূর্ত মতদান করেছে। জানতার রায়কে সম্মান জানাচ্ছি।”

রাহুল গান্ধী জানান, জনগণই মালিক। জনগণের রায়কে সম্মান জানাচ্ছি। পরাজয় খতিয়ে দেখতে ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা হয়েছে বলে রাহুল জানান। কংগ্রেস কর্মী ও সমর্থকদের উদ্দেশে ওয়াইনাডের বিজয়ী প্রার্থী রাহুল বলেন, “ভাবনার কখনো পরাজয় হয় না। ভয় করবেন না। এক সঙ্গে লড়ে মোকাবিলা করব আমরা।”

অমেঠিতে ঐতিহাসিক হার হয়েছে কংগ্রেসের। ওই কেন্দ্র থেকে তিন বারের সাংসদ রাহুল কার্যত ধরাশায়ী হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছে। অমেঠির পরাজয় নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে স্বল্প জবাবে বলেন, স্মৃতি ইরানিকে ধন্যবাদ জানাচ্ছি। ওই কেন্দ্র স্মৃতি ভালবাসা দিয়ে দেখভাল করুক, এমন পরামর্শও দেন অমেঠির বিদায়ী সাংসদ।

আরও পড়ুন- গেরুয়া ঝড় তীব্র হতেই টুইট ইমরানের, সম্পর্কের বরফ গলাতে বার্তা পাক প্রধানমন্ত্রীর

সাংবাদিকদেরও ধন্যবাদ জানান রাহুল। তবে, এ দিনও মোদীকে হাল্কা খোঁচা দিতে ছাড়েননি তিনি। রাহুল বলেন, “আমার উপর যতই ঘৃণা প্রকাশ করা হোক, ভালবাসা দিয়ে তা মোকাবিলা করবো। এটাই আমার দর্শন। ভালবাসার কোনও পরাজয় হয় না।” কিন্তু বাস্তবের মাটিতে সত্যিই তাঁর পরাজয় হয়েছে। এ কথা মানতে রাহুলের আর কোনও দ্বিধা নেই।

.