লালুর সঙ্গে জোট সোনিয়ার, বিহারে ১২টা সিটে লড়বে কংগ্রেস
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চূড়ান্ত হল বিহারে কংগ্রেস-আরজেডি জোট হচ্ছে। বিহারে ৪০টি লোকসভা আসনের মধ্যে ২৭ টিতে লড়বে লালুপ্রসাদ দল, ১২টি আসনে লড়বে কংগ্রেস ও বাকি ১টি আসনে লড়বে জাতীয়তাবাদী কংগ্রেস।
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চূড়ান্ত হল বিহারে কংগ্রেস-আরজেডি জোট হচ্ছে। বিহারে ৪০টি লোকসভা আসনের মধ্যে ২৭ টিতে লড়বে লালুপ্রসাদ দল, ১২টি আসনে লড়বে কংগ্রেস ও বাকি ১টি আসনে লড়বে জাতীয়তাবাদী কংগ্রেস।
অর্থাত্ এবারের লোকসভা ভোটে বিহারে ত্রিমুখি লড়াই হচ্ছে। বিজেপি+এলজিপি বনাম কংগ্রেস+আরজেডি বনাম জেডিইউ।
রাহুল গান্ধীর ইচ্ছা ছিল নীতিশ কুমারের দল জেডিইউয়ের সঙ্গে জোট গড়ার। কিন্তু বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ করার পর নীতিশ কংগ্রেসের সঙ্গে জোটে যেতে রাজি হননি। রামবিলাস পাসোয়ানও নরেন্দ্র মোদীকে সমর্থনের কথা ঘোষণা করেন। বিহারে একা লড়ার ঝুঁকি নিতে চায়নি কংগ্রেস। তাই লালুকে সঙ্গে নিয়েই বিহারে লড়তে হচ্ছে কংগ্রেসকে। লালুপ্রসাদ যাদবের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক অবশ্য বরাবরই বেশ ভাল।
ক দিন ধরেই লালুর সঙ্গে কংগ্রেসের সমস্যা হচ্ছিল আসন বন্টন নিয়ে। কিছুতেই জোটের ম্যাজিক ফর্মুলা বের হচ্ছিল না। কিন্তু লোকসভা ভোট একেবারে সামনে চলে আসার পর কংগ্রেস কিছুটা সমঝোতা করে।
পশুখাদ্য কেলেঙ্কারিতে জেলে হওয়ার পর জামিনে ছাড়া পাওয়ার পর লালু বলেছিলেন, মোদীকে যেভাবে হোক তিনি হারাতে চান। তখন থেকেই কংগ্রেসের সঙ্গে জোটের রাস্তা খোলা রেখে ছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী।