জোট করে ফায়দা লুটেছে অন্য দল, রাজ্যে তাই একাই লড়বে কংগ্রেস, বৈঠকে সিদ্ধান্ত রাহুলের
লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে একাই লড়বে কংগ্রেস। তৃণমূলের সঙ্গে জোটের সম্ভাবনায় দাঁড়ি টেনে এই সিদ্ধান্ত নিলেন রাহুল গান্ধী। তাঁর বার্তা, জোটের স্বার্থে আঘাত দেওয়া যাবে না দলীয় স্বার্থকে। আজ দিল্লিতে প্রদেশ নেতাদের সঙ্গে বৈঠক করেন রাহুল গান্ধী। তাঁদের সিদ্ধান্ততেই সিলমোহর দেন কংগ্রেস সহ সভাপতি।
লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে একাই লড়বে কংগ্রেস। তৃণমূলের সঙ্গে জোটের সম্ভাবনায় দাঁড়ি টেনে এই সিদ্ধান্ত নিলেন রাহুল গান্ধী। তাঁর বার্তা, জোটের স্বার্থে আঘাত দেওয়া যাবে না দলীয় স্বার্থকে। আজ দিল্লিতে প্রদেশ নেতাদের সঙ্গে বৈঠক করেন রাহুল গান্ধী। তাঁদের সিদ্ধান্ততেই সিলমোহর দেন কংগ্রেস সহ সভাপতি।
জোট করে কংগ্রেসের থেকে ফায়দা লুটে নিয়েছে অন্য দল। পিছিয়ে পড়েছে কংগ্রেস। এবার তাই আর জোট নয়। রাহুল গান্ধীর নির্দেশ, লোকসভা ভোটে রাজ্যে একা লড়বে কংগ্রেস। ভোটের আগে দলের রণকৌশল ঠিক করতে সোমবার দিল্লিতে প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করেন কংগ্রেস সহ-সভাপতি। অধীর-মান্নানদের দাবি মেনে সেখানেই জোটের সম্ভাবনায় ইতি পড়ে যায়। লোকসভায় লড়াইয়ের ময়দানে সামনের সারিতে থাকবেন অভিজ্ঞ, পোড়খাওয়া প্রদেশ নেতানেত্রীরা। বৈঠকে এই ইচ্ছের কথা জানিয়েছেন রাহুল গান্ধী।
রাজ্যে কংগ্রেস কীভাবে, কোন পথে এগোবে, সেই দায়িত্ব প্রদেশ নেতাদের ওপর ছেড়েছেন রাহুল। ভোটে প্রার্থী কারা হবেন, সেই সিদ্ধান্তও নেবে প্রদেশ কংগ্রেস। প্রদেশ নেতাদের দাবি মেনে, দু-দিনের ভোট-প্রচারে রাজ্যে আসতে পারেন রাহুল গান্ধী। তবে কবে আসবেন তা পরে ঠিক হবে।