দুর্নীতির দায়ে জেলে মোদীর 'বন্ধু', টুইটে খোঁচা কংগ্রেসের
নওয়াজ শরিফের জেলযাত্রার পর পুরনো ছবি দিয়ে মোদীকে খোঁচা কংগ্রেসের।
নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'দোস্ত' জেলে। ঠিক এভাবেই নওয়াজ শরিফের সঙ্গে মোদীর হাত ধরাধরির পুরনো ছবি দিয়ে নমোকে খোঁচা দিল কংগ্রেস। শুক্রবার লাহোরে দেশে ফেরা মাত্রই পানামা কেলেঙ্কারিতে গ্রেফতার হয়েছেন নওয়াজ শরিফ। আপাতত তাঁর ঠাঁই রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল।
নিজের শপথগ্রহণ অনুষ্ঠানে নওয়াজ শরিফকে আমন্ত্রণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে নওয়াজ শরিফের জন্মদিনে আফগানিস্তান থেকে ফেরার পথে আচমকা লাহোরে নেমে তত্কালীন পাক প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান তিনি। সেই ছবিই টুইট করে কংগ্রেসের প্রশ্ন, ''দুর্নীতির দায়ে নওয়াজ শরিফকে গ্রেফতার করা হয়েছে। আপনার বন্ধুর ব্যাপারে কী বলবেন প্রধানমন্ত্রী মোদী?''
Nawaz Sharif has been arrested on corruption charges. We’d like to know what his dear friend, PM Modi has to say about this. pic.twitter.com/VpIfJplfMX
— Congress (@INCIndia) July 14, 2018
কংগ্রেসের এই টুইটের বিরোধিতা করেছে মোদী বিরোধী হিসেবে খ্যাত ওমর আবদুল্লাই। তাঁর কথায়, ''অনেক বিষয়েই মোদীর সমালোচনা করেছি। কিন্তু পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতিতে তাঁর চেষ্টা নিয়ে কোনও বিরোধিতা করব না। এই টুইটি খুবই হতাশাজনক। পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনও মন্তব্য করব না।''
There are a lot of things I will be critical of PM Modi for but attempting to repair India’s relations with Pakistan is certainly not one of them. I’m not even getting in to the internal politics of Pakistan that makes this tweet even more disappointing. https://t.co/I64s7bRaCJ
— Omar Abdullah (@OmarAbdullah) July 14, 2018
‘বি’ ক্লাস বন্দি হিসেবে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে প্রথম রাত কাটিয়েছেন নওয়াজ শরিফ ও তাঁর মেয়ে মরিয়ম। লন্ডন থেকে ফিরতেই দুর্নীতির দায়ে অভিযুক্ত প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজকে শুক্রবার গ্রেফতার করে জেলে নিয়ে যাওয়া হয়। পাকিস্তানে বি ক্লাস বন্দিরা বেশকিছু সুবিধা পেয়ে থাকেন। তারা জেলে টিভি, এসিও বসাতে পারেন। নিতে পারেন খবরের কাগজ। এর খরচ অবশ্য তাদের নিজেদের বহন করতে হয়। পাক মিডিয়ার খবর, ইসলামাবাদে কোনও গেস্ট হাউসে তাদের রাখা হতে পারে। সেই গেস্ট হাউসকেই জেল বলে গণ্য করা হবে।
আরও পড়ুন- 'হিন্দু পাকিস্তান' মন্তব্যে শশী থারুরের বিরুদ্ধে মামলা কলকাতায়, ফেসবুক-টুইটারে সমন