সাদা পাতায় নিকাহ, সাদা পাতায় তালাক! অতঃপর পাচার
ওয়েব ডেস্ক: একটি সাদা পাতায় সই করিয়ে নিয়ে বিয়ে হয়ে যেত। তারপর সেই সাদা পাতাই বদলে যেত তালাক পত্রে। আর পাত্রী বদলে যেতেন হাতে হাতে। বিয়ের টোপ দিয়ে এইভাবেই নারীপাচারের ফাঁদ পেতেছিল একটি চক্র। অবশেষে হায়দরাবাদের পুলিসের জালে ধরা পড়ল এই চুক্তি বিবাহ চক্র। এই ঘটনায় জড়িত মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে ৮ জন বিদেশি, ৩ জন কাজী, হোটেল মালিক ও পাঁচ জন দালাল। ২ জন কিশোরীকে উদ্ধার করতে পেরেছে পুলিস।
কীভাবে পাচারের ফাঁদ পেতেছিল এই চক্র?
মূলত দরিদ্র পরিবারের মেয়েদেরেই টার্গেট করত এরা। পরিবারের সদস্যদের মোটা টাকার প্রলোভন দেখিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিত। নুন আনতে পান্তা ফুরনোর সংসারের এই প্রলোভনে সাড়া দিত অনেকেই। একটি চুক্তিপত্রে সই করিয়ে মেয়েদের বিয়ে দিতে রাজি হয়ে যেতেন তাঁরা। কিন্তু আদতে সেটা কোনও চুক্তিপত্রই নয়। একটি সাদা পাতাতে পাত্রীকে দিয়ে সই করিয়ে নেওয়া হত। পরে কিশোরীকে পরিবার থেকে দূরে নিয়ে যাওয়ার পর ওই সাদা পাতাই বদলে যেত তালাকপত্রতে। কিশোরীকে ৫০ হাজার টাকার বিনিয়ে বেঁচে দেওয়া হত। মূলত, আরব, ওমান, কাতারের শেখদের কাছেই বেচে দেওয়া হত। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, মোট ২০ জন কিশোরীকে এই ভাবে পাচার করার উদ্দেশ্য ছিল তাদের।