কুকুর ছানা নিয়ে বিতর্কে মোদী

গুজরাত হিংসা নিয়ে নরেন্দ্র মোদীর মন্তব্যে বিতর্কের ঝড় উঠল দেশ জুড়ে। সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাত্‍কারে গুজরাত হিংসার প্রসঙ্গ বোঝাতে কুকুর ছানার গাড়ি চাপা পড়ার তুলনা টানেন মোদী। এরপরই সমালোচনায় সরব হন বিরোধীরা। তবে গুজরাত হিংসা নিয়ে মোদীর মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে বলে দাবি করেছে বিজেপি। বিতর্কের কেন্দ্রে গুজরাতের মুখ্যমন্ত্রী। সৌজন্যে ২০০২-এর গুজরাট হিংসা নিয়ে তাঁর নয়া মন্তব্য।

Updated By: Jul 12, 2013, 10:46 PM IST

গুজরাত হিংসা নিয়ে নরেন্দ্র মোদীর মন্তব্যে বিতর্কের ঝড় উঠল দেশ জুড়ে। সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাত্‍কারে গুজরাত হিংসার প্রসঙ্গ বোঝাতে কুকুর ছানার গাড়ি চাপা পড়ার তুলনা টানেন মোদী। এরপরই সমালোচনায় সরব হন বিরোধীরা। তবে গুজরাত হিংসা নিয়ে মোদীর মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে বলে দাবি করেছে বিজেপি। বিতর্কের কেন্দ্রে গুজরাতের মুখ্যমন্ত্রী। সৌজন্যে ২০০২-এর গুজরাট হিংসা নিয়ে তাঁর নয়া মন্তব্য।
 
মোদীর এই মন্তব্যের পরই বিতর্কের ঝড় উঠেছে দেশ জুড়ে। সমালোচনায় নেমেছেন কংগ্রেসের নেতা মন্ত্রীরা। মোদীর মন্তব্য ভারতীয় সংষ্কৃতির পরিপন্থী বলে মন্তব্য করেন কংগ্রেস নেতা অজয় মাকেন। নিজের দোষ ঢাকতেই মোদী দেশের মানুষকে ভুল বোঝাতে চাইছেন বলে অভিযোগ সিপিআই নেতা এবি বর্ধনের। নরেন্দ্র মোদীর সমালোচনায় সুর চড়িয়েছেন বিহারের প্রাক্তন জোট শরিক জেডি ইউ। গুজরাতের মুখ্যমন্ত্রীর মানসিক ভারসাম্য নিয়ে প্রশ্ন তুলেছেন জেডিইউ নেতা শিবানন্দ তেওয়ারি।
 
পরিস্থিতি সামলাতে আসরে নেমেছে বিজেপি নেতৃত্ব। গুজরাতের মুখ্যমন্ত্রীর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে জানিয়েছেন দলের মুখপাত্র। তবে বিতর্কের জেরে পিছু হঠেছেন মোদী। ভারতীয় সংস্কৃতিতে সব ধরনের প্রাণই মূল্যবান, এভাবে তাঁর আগের বক্তব্যের ধার কিছুটা ঝাপসা করার চেষ্টা করেছেন তিনি। তবে এই বিতর্কের সুযোগ যে ছাড়বেন না বিরোধীরা, এনিয়ে সন্দেহের অবকাশ নেই।

.