আক্রান্তের সংখ্যায় ইটালিকেও টপকে গেল ভারত, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৯৪

মৃত্যু সংখ্যার দিকে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট। তার পরেই রয়েছে দিল্লি

Updated By: Jun 6, 2020, 01:11 PM IST
আক্রান্তের সংখ্যায় ইটালিকেও টপকে গেল ভারত, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৯৪

নিজস্ব প্রতিবেদন: দেশজুড়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২,৩৬,৬৫৬। সক্রিয় আক্রান্ত ১,১৫,৯৪২ জন। সুস্থ হয়েছেন ১,১৪,০৭২ জন। মৃত্যু হয়েছে ৬৬৪২ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছে ৯,৮৮৭ জন। মৃত্যু হয়েছে ২৯৪ জনের। এখনও পর্যন্ত এটাই রেকর্ড। এমনটাই বলছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। আক্রান্তের সংখ্যায় চিনের পর ইটালিকেও পেছনে ফেলে দিয়ে ষষ্ঠ স্থানে চলে এল ভারত। ইটালিতে এখনও পর্যন্ত আক্রান্ত ২,৩৪,৫৩১ জন।

আরও পড়ুন-জুন পরতেই গরমে হাঁসফাঁস! কী খবর শোনা আবহাওয়া দফতর?

কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী

# দেশে শুক্রবারের তুলনায় দেশে করোনা রোগী সুস্থ হওয়ার হার খানিকটা কমেছে। শুক্রবার এই হার ছিল ৪৮.২৭ শতাংশ। শনিবার তা হয়েছে ৪৮.২০ শতাংশ।

# আক্রান্তের সংখ্যার দিক দিয়ে ভারত চিনকেও টপকে গেল। সেখানে এখনও পর্যন্ত আক্রান্ত ৮৩,০৩০ জন।

# এখনও পর্য্ন্ত আক্রান্ত, সুস্থ হাওয়া ও মৃত্যুর সংখ্যার দিক থেকে এগিয়ে মহারাষ্ট্র। সেখানে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২,৮৪৯ জনের।

আরও পড়ুন-'বাবু মুরগির দাম বেড়েছে, কমেছে মাছের!' ছুটির দিনে খালি মাংসের দোকান, মুত্স্যমুখী বাঙালি

# দিল্লি ও গুজরাটে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। মধ্যপ্রদেশ, রাজস্থানের আক্রান্ত ৯ হাজারের ওপরে।

# মৃত্যু সংখ্যার দিকে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট। তার পরেই রয়েছে দিল্লি।

# ওড়িশায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ২,৭৮১ জন।

.