কর্পোরেট মহলের চাঁদার সিংহভাগই গিয়েছে বিজেপির ঘরে, চাঞ্চল্যকর রিপোর্ট

Updated By: Aug 18, 2017, 11:47 AM IST
কর্পোরেট মহলের চাঁদার সিংহভাগই গিয়েছে বিজেপির ঘরে, চাঞ্চল্যকর রিপোর্ট

২০১২-১৩ থেকে ২০১৫-১৬ তে কর্পোরেট জগতের চাঁদার অধিকাংশই ঢুকেছে বিজেপি ঘরে।অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর)-এর রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে। রিপোর্ট বলছে, ওই চার বছরে কর্পোরেট জগত থেকে পাঁচটি জাতীয়  দল ৯৫৬.৭৭ কোটি টাকা চাঁদা পেয়েছে। এরমধ্যে বিজেপিই পেয়েছে ৭০৫.৮১ কোটি টাকা।

এডিআর-এর রিপোর্ট অনুযায়ী, বিজেপির ভাঁড়ারে যে টাকা এসেছে তার মধ্যে বড় অংশ এসেছে ট্রাস্ট, রিয়েল এস্টেট বা আবাসন ক্ষেত্র, খনি, উত্পাদন, তেল ও শক্তি, নির্মাণ এবং রফতানি-আমদানি সংস্থাগুলির কাছ থেকে। কর্পোরেট সেক্টরকে এই ১৪ টি ভাগে ভাগ করে দেখিয়েছে এডিআর। এডিআরের রিপোর্ট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৪-র নির্বাচনের আগে বিজেপি যখন ক্ষমতায় ছিল না তখনও বেশিরভাগ দাতাই কংগ্রেসের তুলনায় বিজেপির প্রতিই বেশি অনুগ্রহ দেখিয়েছে।রাজনৈতিক দলগুলিকে চাঁদা দেওয়ার বিষয়ে স্বচ্ছতা আনার দাবি ক্রমশ জোরদার হচ্ছে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে অর্থশক্তির দাপট কমানোর লক্ষ্যেই এই দাবি।

.