IPS Officer Death: চাকরির প্রথম দিনেই পৌঁছতে পারলেন না অফিসে! সড়ক দুর্ঘটনায় মৃত IPS হর্ষবর্ধন...
IPS Officer Death: পুলিস অ্যাকাডেমি থেকে সম্প্রতি চার সপ্তাহের প্রশিক্ষণ শেষ করেছিলেন হর্ষ। ওই প্রশিক্ষণের পরেই তাঁকে পোস্টিং দেওয়া হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, কর্ণাটকের হাসান জেলার হোলেনারাসিপুরে প্রবেশনারি অ্য়াসিস্ট্যান্ট পুলিস সুপার পদে রবিবার তাঁর জয়েন করার কথা ছিল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২৩ সালের কর্ণাটক ব্যাচের আইপিএস ছিলেন মধ্যপ্রদেশের বাসিন্দা হর্ষ বর্ধন। চাকরির প্রথম পোস্টিং পেয়ে জয়েন করতে যাচ্ছিলেন তিনি। কিন্তু সেই যাওয়ার পথেই বড়সড় বিপত্তি ঘটে গেল তাঁর সঙ্গে। পথ দুর্ঘটনায় মৃত্যু হল সদ্য আইপিএস-এ যোগ দেওয়া হর্ষ বর্ধনের (২৬)।
আরও পড়ুন: Viral Video: ঘোর কলি! নিজের বাবার গলাতেই মালা পরালেন ২৪-এর তরুণী...
পুলিস অ্যাকাডেমি থেকে সম্প্রতি চার সপ্তাহের প্রশিক্ষণ শেষ করেছিলেন হর্ষ। ওই প্রশিক্ষণের পরেই তাঁকে পোস্টিং দেওয়া হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, কর্ণাটকের হাসান জেলার হোলেনারাসিপুরে প্রবেশনারি অ্য়াসিস্ট্যান্ট পুলিস সুপার পদে রবিবার তাঁর জয়েন করার কথা ছিল। হাসানের ১০ কিলোমিটার আগে তাঁর গাড়ির চাকার টায়ার ফেটে যায়। সেই সময় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গাড়ির চালক। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি বাড়ি ও গাছে জোরে ধাক্কা মারেন। চালক জেলা সশস্ত্র পুলিসের কনস্টেবল মাঞ্জেগৌড়া ওই গাড়ি চালাচ্ছিলেন।
দুর্ঘটনায় গুরুতর জখম হন হর্ষ। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসা চলাকালীনই তিনি মারা যান। দুর্ঘটনায় সামান্য চোট পান গাড়ির চালক। তবে গাড়ি দুমড়ে-মুচড়ে গিয়েছে। কর্ণাটক প্রশাসন সূত্রের খবর, ওই আইপিএস অফিসারের আদি বাড়ি মধ্যপ্রদেশের সিঙ্গরৌলি জেলার দোসার গ্রামে। তাঁর পরিবার বিহারে থাকে। তাঁর বাবা অখিলেশ বর্ধন সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট। আইপিএস হওয়ার আগে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি অর্জন করেছিলেন হর্ষ বর্ধন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)